শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পাহাড়ের পরিত্যক্ত জমিতে ফলজ বাগান করে সফল সুশান্ত

news-image

নিউজ ডেস্ক : পরিত্যক্ত জমিতে বরইসহ বিভিন্ন প্রকার ফলজ বাগান করে সফল হয়েছেন রাঙ্গামাটির তরুণ কৃষি উদ্যোক্তা সুশান্ত তঞ্চঙ্গ্যা। কাপ্তাই হ্রদ ঘেষে থাকা রাঙ্গামাটির সদরের মগবান ইউনিয়নের সোনারাম কার্বারী পাড়া এলাকায় সুশান্ত তার পরিত্যক্ত দ্বীপে গড়ে তোলেন এ বাগান। যেখানে আপেল কুল,বল সুন্দরি, কাশমেরী ও দেশি এই চার জাতের মিষ্টি বরইসহ রয়েছে প্রায় ২০ প্রজাতির ফলের গাছ।

পাহাড়ে গড়া বাগানের ফল বিক্রি করে সুশান্ত তার পারিবারিক চাহিদা মিটাচ্ছেন, ছেলেমেয়েদের পড়ালেখা করাচ্ছেন। এ বছর সুশান্ত তার বাগান থেকে ৫-৬ লাখ টাকার শুধু বরই বিক্রি করবেন বলে আশা করছেন। তার এই মিশ্র বাগান দেখতে আসছে রাঙ্গামাটি কৃষি বিভাগসহ প্রত্যন্ত এলাকার মানুষ। এছাড়াও তার বাগানে অনেক বেকার যুবক কাজ করে স্বাবলম্বী হচ্ছেন।

জানা গেছে, ২০১৬ সালে ব্যক্তিগত উদ্যোগে কাপ্তাই হ্রদ বেষ্টিত রাঙ্গাপানি এলাকায় প্রায় ১০ একর পৈতৃক ওই পরিত্যক্ত পাহাড়ী জমিতে সুশান্ত বাগানটি গেড়ে তুলেন। মিশ্র বাগানের পাশাপাশি পারিবারিক পুষ্টি চাহিদা মিটাতে বিভিন্ন সবজি বাগানও গড়ে তুলেছেন সুশান্ত।

সফল কৃষি উদ্যোক্তা সুশান্ত গণমাধ্যমকে জানান, বর্তমানে তার বাগানে ৪ প্রকারের বরইয়ের বাম্পার ফলন হয়েছে। তার মধ্যে রয়েছে আপেল কুল,বল সুন্দরি বরই, কাশমেরী বরই ও দেশি জাতের মিষ্টি বরই। সুশান্ত তার বাগানের উৎপাদিত এসব বরই বিক্রি করা শুরু করেছেন। সুশান্ত আশা করছেন, এ বছর তার বাগান থেকে ৫-৬ লাখ টাকার বরই বিক্রি করা যাবে। বরই ছাড়াও তার বাগানে বিদেশি জাতের রেড লেডি পেঁপে, বিলাতি ধনিয়া পাতা, লিচু, লটকন, মাল্টা, কলা, তেতুল, সুপারি, বেল, জাম্বুরা, নারিকেল, সুপারি,কাঠাল, রাম্বুটান, পেয়ারা, আলু বোখরা, দারু চিনিসহ বারোমাসি প্রায় ২০ ধরনের ফলের সমারোহ। এছাড়াও সুশান্তর বাগানে কাজ করে স্বাবলম্বী হচ্ছেন এলাকার অনেক বেকার যুবকও।

সুশান্তর বাগানে কাজ করা বেকার যুবক চিক্ক চাকমা জানান, তারা ১০-১৫ জন বেকার যুবক সুশান্তর বাগানে কাজ করেন। এখানে কাজ করে তারা তাদের পারিবারিক চাহিদা মিটানোর পাশাপাশি ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ জোগাচ্ছেন। অনেকেই সুশান্তকে দেখে এরকম বাগান করতে আগ্রহ দেখাচ্ছে।

রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তপন কুমার পাল জানিয়েছেন, সুশান্তের সফলতা দেখে তাকে সহায়তার পাশাপাশি তার নিজস্ব অন্যান্য পরিত্যক্ত জমিগুলো চাষাবাদের আওতায় এনে সেগুলোতে কৃষি বিভাগের পক্ষ থেকে কফি ও কাজু বাদাম চাষের উদ্যোগ নেয়া হবে।

তিনি আরও জানান, রাঙ্গামাটিতে সুশান্ত তঞ্চঙ্গ্যার বাগান একটি আদর্শিক বাগান হিসেবেই আমরা মূল্যায়ন করছি। তাকে কৃষি বিভাগের পক্ষ থেকে সবধরনের সহায়তা করা হবে।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দায়িত্বে থাকা রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষ্ণ প্রসাদ মল্লিক জানান, পাহাড়ের অনেক জমি এখনো পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এসব জমিকে চাষাবাদের আওতায় আনতে কৃষি বিভাগ সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছে। মিশ্র বাগানকে সহায়তা করার পাশাপাশি সরকার পরিত্যক্ত জমিতে কফি ও কাজু বাদাম চাষের জন্য নতুন প্রকল্প হাতে নিয়েছে। সুশান্তের বাগানটির অব্যবহৃত জমিগুলোও কফি ও কাজু বাদাম চাষের আওতায় আনা হবে।

 

এ জাতীয় আরও খবর

হিট স্ট্রোকের সহজ ঘরোয়া প্রতিকার

মেয়েকে প্রকাশ্যে আনলেন রাজ-শুভশ্রী

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন তামান্না

গাজায় তিন জিম্মির মরদেহ উদ্ধার ইসরায়েলের

মার্কিন প্রতিনিধির বসাকে সমস্যার সমাধান মনে করা সরকারের ভুল ধারণা : মঈন খান

চট্টগ্রামে লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিশুসহ পথচারী নিখোঁজ

ইসরায়েলকে গাজায় অভিযানের ‘অজুহাত’ দিয়েছে হামাস : মাহমুদ আব্বাস

ডায়াবেটিস থেকে ত্বকের সমস্যা

বিএনপির সময় ঋণখেলাপি সবচেয়ে বেশি ছিল: আইনমন্ত্রী

১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নেওয়া ৩২ রোহিঙ্গা আটক

৪ বিভাগে আরও ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট