বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মোদির আসার আগে বিএনপির সংলাপ প্রস্তাবে সরকারের না

news-image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরে দুই দেশের মধ্যকার সম্ভাব্য চুক্তির বিষয়ে আলাপ আলোচনার জন্য বিএনপির পক্ষ থেকে দেয়া প্রস্তাব সরকারের পক্ষ থেকে আবারো প্রত্যাখ্যান করা হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বিবিসি বাংলার কাছে বলেছেন, সম্ভাব্য চুক্তির বিষয় নিয়ে সংসদে বিরোধী দলের সাথে আলোচনা করতে পারেন, কিন্তু বিএনপির সাথে আলোচনা করতে আগ্রহী নন। তিনি বলেন, তাদের প্রস্তাব নিয়ে বিশেষ কোন মূল্য বা গুরুত্ব দেয়ার কিছু নেই। এখন যে পর্যায়ে রয়েছে যদি আলোচনা করতেই হয় তাহলে বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদের সাথে আলোচনা হতে পারে। আর যে দলটি আগাগোড়াই ভারত বিরোধী দল মোদির সফর নিয়ে তাদের সাথে কেন আলোচনা করতে হবে।

বিএনপির কারণেই ভারতের সাথে সম্পর্কের অবনতি হয়েছে বলে অভিযোগ করেন এইচ টি ইমাম। তিনি বলেন মোদির সফরের আগে এনিয়ে বিএনপির সাথে কোন বৈঠকের কারণ নেই। হঠাৎ করেই তারা বলছে ভারতের সাথে অনেক অমীমাংসিত বিষয় রয়েছে। ঐতিহাসিকভাবে বলতে পারি অমীমাংসিত যেসব বিষয় রয়েছে তার অনেকগুলোর সমাধান আওয়ামী লীগ সরকারের সময়েই হয়েছে। আমরা সব সময়ই ভালো কিছু করতে চেয়েছি তখনই তারা এমন কিছু করেছে তাতে ভারতের সাথে সুসম্পর্ক স্থাপনের কোন ইঙ্গিত বহন করে না।

এ প্রসঙ্গে বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন, বিএনপির অবস্থান কখনোই ভারতের বিরুদ্ধে ছিলনা। তারা সবসময়ই দেশের স্বার্থেই কথা বলেছেন। তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের অনেক অমীমাংসিত বিষয় রয়েছে। এসব বিষয়ের মধ্যে যা এখনো মীমাংসা হয়নি। এসব বিষয় আওয়ামী লীগের দাবি নয়। এই ইস্যু জাতীয় ইস্যু। দলমত নির্বিশেষে সবারই এই ইস্যুতে সমর্থন রয়েছে। যখন দাবিটি জাতীয় ভিত্তিতে উপস্থাপন হবে তখন বাংলাদেশের পক্ষ থেকে দাবিটি আরো জোরালো হয়। রিপন বলেন, সরকারের পক্ষ থেকে কি কি বিষয় নিয়ে বা ভারতের পক্ষ থেকে কি কি বিষয়ে নিয়ে আলোচনা করা হবে তা পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে জানানো হয়নি। সে বিষয়ে আমরা কিছু জানি না। এজন্যই প্রস্তাব দেয়া হয়েছে যে সরকার যদি বিষয়গুলো নিয়ে বিএনপির সাথে আলোচনা করে তাহলে বিএনপির পক্ষ থেকে সেখানে পরামর্শ দেয়া যেতো।

৬ জুন নরেন্দ্র মোদির সফরে বাণিজ্য, স্থলসীমান্ত ও তিস্তা চুক্তি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। এরমধ্যে ছিটমহল হস্তান্তর ও স্থলসীমানা চুক্তি জোড়ালো সম্ভাবনা রয়েছে।

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

হুমকি দিয়েই পোস্ট সরিয়ে নিলেন তিশা, কী লেখা ছিল তাতে?

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বিকেলে

ঘরে-বাইরে কোথাও সম্মান পান না প্রবাসীরা

দেশের ফেরার আগে মোস্তাফিজের চমক

মৃত্যু সনদ জাল করার অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা

বিরক্ত হয়েই শাকিবের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে : অপু বিশ্বাস

তিউনিসিয়া উপকূলে নিহত ৮ বাংলাদেশির লাশ আজ দেশে পৌঁছাবে

রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

আদালতে লিফট আতঙ্ক, ভোগান্তিতে আইনজীবী-বিচারপ্রার্থীরা

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া

অবশেষে নামলো বৃষ্টি, দাবদাহে পুড়তে থাকা মানুষের স্বস্তির নিশ্বাস

হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫