বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অ্যান্ড্রয়েড এম আনছে গুগল

news-image

প্রযুক্তি ডেস্ক : এলের পরে এম। অ্যান্ড্রয়েডের এল সংস্করণটির পর এবারে আসছে অ্যান্ড্রয়েড এম। স্মার্টফোনকে আরও বেশি স্মার্ট করে তুলতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করতে পারে গুগল। গতকাল বৃহস্পতিবার গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলনে ‘অ্যান্ড্রয়েড এম’সংস্করণটির প্রিভিউ সংস্করণ দেখিয়েছে গুগল। এ বছরের শেষ দিকে অ্যান্ড্রয়েডের নতুন এই সংস্করণটি উন্মুক্ত করতে পারে গুগল। এই সংস্করণটির সঙ্গে গুগল নাউয়ের একটি হালনাগাদ সংস্করণও যুক্ত হবে। এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

এক খবরে বিবিসি জানিয়েছে, অ্যান্ড্রয়েড এম ব্যবহারকারীকে স্মার্টফোনের প্রাইভেসি সেটিংস বা ব্যক্তিগত গোপন বিষয়গুলো সংরক্ষণে অধিক সুবিধা দেবে এবং অ্যান্ড্রয়েড পে নামের একটি স্মার্ট ওয়ালেট ব্যবহারের সুবিধা হবে এতে। অ্যাপলের অ্যাপল পের মতো গুগলে যুক্ত হয়েছে অ্যান্ড্রয়েড পে।

অ্যান্ড্রয়েড এম ছাড়াও ‘আনলিমিটেড’ বা অসংখ্য ফটো ও ভিডিও সংরক্ষণের জন্য একটি অ্যাপ্লিকেশন উন্মুক্ত করেছে গুগল। বিনা মূল্যের এই স্টোরেজে সব ছবি ও ভিডিও সংরক্ষণ করে রাখা যাবে।