বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অনুমোদনহীন ক্লিনিকে অস্ত্রোপচারকালে নবজাতকের মৃত্যুর অভিযোগ

news-image

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় অনুমোদনহীন হেলথ এন্ড মেডিকেয়ার নামে একটি ক্লিনিকে অস্ত্রোপচারকালে নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রোববার ভোর রাতে সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনী গ্রামের এক গর্ভবতী নারীর সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকটির মৃত্যু হয়।

অভিযোগ রয়েছে, ওই নবজাতকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পরে ঘটনাটি নিয়ে ওই সময় নবজাতকের পরিবার অভিযোগ তুললে স্থানীয় এক রাজনৈতিক দলের নেতার হস্তক্ষেপে মিমাংসা করা হয় বলে জানায় ভুক্তভোগী পরিবারটি। অপারেশনটি করেন ওই ক্লিনিকের আবাসিক সার্জন দাবিদার ডাঃ রাজিবুল হাসান।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, রাজিবুল হাসান তার চিকিৎসাপত্রে নিজেকে এমবিবিএস (রাজ), সি-আল্টা ও পিজিটি-সার্জারি দাবি করলেও তার বিএমডিসি রেজি নং খুঁজে দেখা যায় ভিন্ন তথ্য। তিনি একজন এমবিবিএস চিকিৎসক মাত্র। তার বাড়ি বগুড়া সদর উপজেলার বড় সারালপুর গ্রামে। অথচ, সিজারের মত অপারেশন করতে গেলে চিকিৎসককে অবশ্যই গাইনী বিশেষজ্ঞ ও সার্জন হতে হবে। এছাড়াও একটি সিজারিয়ান অপারেশনে একজন গাইনী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ সার্জন, একজন অবস বিশেষজ্ঞসহ একজন এমবিবিএস চিকিৎসক থাকতে হয় অপারেশন থিয়েটারে। এগুলোর কোনো কিছুই মানা হয় না এ ক্লিনিকে। সেখানে শুধু ডা. রাজিবুল হাসান ও কয়েকজন নার্স অপারেশন থিয়েটারে সব কিছু করেন।

এ বিষয়ে ওই ক্লিনিকে প্রায় ১ ঘণ্টা বসে থেকেও ডা. রাজিবুল হাসানের বক্তব্য পাওয়া যায়নি। পরে তার ফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

অন্যদিকে হেলথ এন্ড মেডিকেয়ার এর ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম সব কিছু মেনে ক্লিনিক পরিচালনা করছেন বলে দাবি করলেও তার কাছে ক্লিনিকের অনুমোদেনপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেনি।

তবে লালমনিরহাট সিভিল সার্জন নির্মলেন্দু রায় জানান, হেল্থ এন্ড মেডিকেয়ার নামে কোনো ক্লিনিকের অনুমোদন নেই। তাদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

হুমকি দিয়েই পোস্ট সরিয়ে নিলেন তিশা, কী লেখা ছিল তাতে?

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বিকেলে

ঘরে-বাইরে কোথাও সম্মান পান না প্রবাসীরা

দেশের ফেরার আগে মোস্তাফিজের চমক

মৃত্যু সনদ জাল করার অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা

বিরক্ত হয়েই শাকিবের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে : অপু বিশ্বাস

তিউনিসিয়া উপকূলে নিহত ৮ বাংলাদেশির লাশ আজ দেশে পৌঁছাবে

রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

আদালতে লিফট আতঙ্ক, ভোগান্তিতে আইনজীবী-বিচারপ্রার্থীরা

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া

অবশেষে নামলো বৃষ্টি, দাবদাহে পুড়তে থাকা মানুষের স্বস্তির নিশ্বাস

হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫