বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাউজানে অনাথ আশ্রম থেকে দুই বোন নিখোঁজ

news-image

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজান উপজেলার একটি অনাথ আশ্রম থেকে স্কুল পড়ুয়া দুই বোন নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিখোঁজের বিষয়টি মেয়ে দুটির বাবাকে জানায় আশ্রম কর্তৃপক্ষ। পরে তিনি আশ্রমের তত্ত্বাবধায়ক আশিষ রঞ্জন ও সৌমিত্র চক্রবর্তীর বিরুদ্ধে রাউজান থানায় অভিযোগ দেন।

জানা গেছে, ২০২১ সালের ২৩ ডিসেম্বর ফটিকছড়ি উপজেলার ভূজপুর হালুয়াছড়ি ইউনিয়নের রণজিৎ কুমার দে তার দুই মেয়ে প্রিয়শ্রী দে (১৩) ও জয়শ্রী দে’কে (১০) রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের জগৎপুর অনাথ আশ্রমে ভর্তি করেন। প্রিয়শ্রী উনসত্তারপাড়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী এবং জয়শ্রী জগৎপুর আশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে।

রণজিত কুমার দে জানান, তার সঙ্গে সম্পর্কের অবনিত হওয়ায় দুই মেয়েকে রেখে বাবার বাড়িতে চলে যান স্ত্রী। তাদের দেখাশোনার জন্য কেউ না থাকায় মেয়েদের অনাথ আশ্রমে দেন তিনি।

রণজিত বলেন, ‘বৃহস্পতিবার দুপুর ১২টায় আশ্রমের তত্ত্বাবধায়ক সৌমিত্র চক্রবর্তী ফোন করে জানান আমার দুই মেয়ে আশ্রম থেকে চলে গেছে। পরে সন্ধ্যা ৬টায় আশ্রমে গিয়ে মেয়েদের সর্ম্পকে জানতে চাইলে কর্তৃপক্ষ জানায় মেয়েরা অজ্ঞাত লোকজনের সঙ্গে চলে গেছে। আমি সিসিটিভি ফুটেজ দেখাতে বললে তারা না দেখিয়ে উল্টো গালাগালি করেন এবং মারতে উদ্যত হন।’

এ ব্যাপারে বক্তব্য জানতে আশ্রমের তত্ত্বাবধায়ক সৌমিত্র চক্রবর্তীকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, আশ্রম থেকে দুটি মেয়ে নিখোঁজের বিষয়ে লিখিত অভিযোগ তারা পেয়েছেন। তাদের উদ্ধারে পুলিশ মাঠে নেমেছে।

এ জাতীয় আরও খবর

সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা

দাবদাহে তিস্তাপাড়ে সেচের আশীর্বাদ হিমালয়ের বরফগলা পানি

বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার

যেসব অভিযোগে মামলা হবে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ: হারুন

বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিন; শিল্প মালিকদের প্রধানমন্ত্রী

সব মানুষ বলছে সরকার অধিকার হরণ করছে: ফখরুল

বিএনপি কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ: ওবায়দুল কাদের

হাসপাতালে খালেদা জিয়া

কাল থেকে কমতে পারে তাপমাত্রা, শুরু হবে বৃষ্টি

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার