বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাবির ক্লাস অনলাইনে, খোলা থাকবে হল

news-image

রাবি প্রতিনিধি : চলমান করোন পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সশরীর ক্লাস আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। তবে এ সময় আবাসিক হলগুলো খোলা থাকবে এবং অনলাইনে ক্লাস চলবে। এ ছাড়া অফিসিয়াল কার্যক্রম সীমিত পরিসরে চলবে।

আজ শুক্রবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে অনুষ্ঠিত প্রশাসনের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।

জরুরি সভা শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেকে ২১ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ থাকবে৷ তবে বিভাগ চাইলে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে৷ বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ৯ টা থেকে দুপুর ২ পর্যন্ত খোলা থাকবে। আবাসিক হলগুলো খোলা থাকবে৷ বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম করা যাবে না৷

তিনি আরও বলেন, অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে বিভাগগুলো নিজেরা সিদ্ধান্ত নিতে পারবে।

সভায় উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি শুরু করেন। আজ শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন। তারা বলেন, ‘আমরা আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চাই না। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস ও পরীক্ষা দিতে চাই।’

এ জাতীয় আরও খবর

সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা

দাবদাহে তিস্তাপাড়ে সেচের আশীর্বাদ হিমালয়ের বরফগলা পানি

বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার

যেসব অভিযোগে মামলা হবে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ: হারুন

বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিন; শিল্প মালিকদের প্রধানমন্ত্রী

সব মানুষ বলছে সরকার অধিকার হরণ করছে: ফখরুল

বিএনপি কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ: ওবায়দুল কাদের

হাসপাতালে খালেদা জিয়া

কাল থেকে কমতে পারে তাপমাত্রা, শুরু হবে বৃষ্টি

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার