বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুব বিশ্বকাপে ক্যারিবিয়ান বিশপের ‘সুপারম্যান ক্যাচ’ (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : দুর্দান্ত এক ক্যাচ নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের টেডি বিশপ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় সুপারম্যানের মতো ঝাঁপিয়ে পড়ে ক্যাচটি নেন ১৮ বছর বয়সী এই টপ-অর্ডার ব্যাটার।

আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিবিয়ান ক্রিকেটারদের প্রায় সময় চোখ ধাঁধানো ক্যাচ নিতে দেখা যায়। বড়দের দেখাদেখি ছোটরাও যেন ক্যাচ পারফরম্যান্সে তাক ‍লাগিয়ে দিতে চান।

চলমান যুব বিশ্বকাপে তারই প্রমাণ দিলেন বিশপ। স্কটিশদের বিপক্ষে স্লিপে দাঁড়িয়েছিলেন তিনি। সেখানেই লাফিয়ে পড়ে এক হাতে ‘সুপারম্যান’ ক্যাচটি নেন।

এমন দুর্দান্ত ক্যাচ নেওয়ার ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছে আইসিসি। বিশপের এই ক্যাচের ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘কী এক ক্যাচ টেডি বিশপের’।

ভিডিওটি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ ও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘উইন্ডিজ খেলোয়াড়দের রক্তেই অ্যাথলেটিসিজম রয়েছে’। আরেকজনের মন্তব্য, ‘স্পাইডারম্যানকে দেখা যাচ্ছে’।

একজন তো এই ক্যাচের জন্য বিশপকে কিংবদন্তি ফিল্ডার জন্টি রোডসেরও সঙ্গেও ‍তুলনা করেছেন। কমেন্টের ঘরে তার মন্তব্য, ‘জুনিয়র জন্টি রোডস’।

কেবল দুর্দান্ত ক্যাচ নেওয়া নয়, ম্যাচটিতে ৯৫ রান তাড়া করতে নামা উইন্ডিজের জয়ে অপরাজিত ২৩ রানের ইনিংসও খেলেন বিশপ।

https://www.instagram.com/icc/?utm_source=ig_embed&ig_rid=78d13273-39cb-434b-a4ff-bf38c67fb5ea