শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতার ভাগনে

news-image

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বারে চাঁদা না দেওয়ায় এক বীর মুক্তিযোদ্ধাকে মারধর ও লাঞ্ছিত করেছেন কুমিল্লার উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলীর ভাগনে গোলাম মোস্তফা সরকার।

এ ঘটনায় মুক্তিযোদ্ধার ছেলে রহুল আমিন বাদী হয়ে গোলাম মোস্তফাসহ ৯ জনকে আসামি করে মামলা করেছেন। অভিযান চালিয়ে আসামি গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের উজানিকান্দি গ্রামে মারধরের ঘটনা ঘটে।

এজাহার সূত্রে জানা গেছে, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান মান্নানের সঙ্গে প্রতিবেশী মো. মোবারক হোসেনের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। তারা বিভিন্ন সময়ে মজিবুরের পরিবারের ওপর হামলা চালিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। পূর্ববিরোধের জেরে শনিবার দুপুরে মোবারক হোসেন ও গোলাম মোস্তফার সরকারের নেতৃত্বে ৮-৯ জন মজিবুরের বাড়িতে হামলা চালায়।

এ সময় তারা দুই লাখ টাকা চাঁদা না দিলে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মুক্তিযোদ্ধা মজিবুর, তার ছেলে রহুল আমিন ও ভাতিজা শাকিলকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মামলার বাদী রুহুল আমিন বলেন, আসামিরা আমার বাবার কাছ থেকে জোর করে ১০০ টাকার তিনটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। মোস্তফার মামা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের নেতা। তার প্রভাবে সে এলাকায় বিভিন্ন অন্যায় অত্যাচার করে আসছে। তার ভয়ে কেউ মুখ খুলে না।

তিনি বলেন, সে দীর্ঘদিন ধরে আমার পরিবারের কাছ চাঁদা দাবি করছিল। না দিলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় কয়েকবার। সর্বশেষ শনিবার আমার বাবা এবং পরিবারের সদস্যদের মারধর ও লাঞ্ছিত করেছে। এ ঘটনায় আমি বাদী হয়ে থানায় মামলা করেছি।

দেবিদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া বলেন, দেবিদ্বারের এক মুক্তিযোদ্ধাকে মারধর ও লাঞ্ছিতের ঘটনায় তার ছেলে বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলায় অভিযুক্ত গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছি। সোমবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।