বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাসিরনগরে ২২০ জন দু:স্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার বিকালে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বর সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি প্রধান অতিথি হিসেবে দু:স্থ ও অসহায় মানুষের মাঝে এই কম্বল তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে প্রভাষক নির্মল চৌধুরীর সঞ্চালনায় এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ,সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান খান শাওন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ সরকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান,সাবেক ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়,অঞ্জন কুমার দেব,সদর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান পুতুল রানী দাস,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু,সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্রার্চায,উপজেলা যুবলীগের আহবায়ক রায়হান আলী ভূইয়া,সেচ্ছাসেবক নেতা শাখাওয়াত হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাওয়া ২২০ জন দু:স্থ ও অসহায় মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।