বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ধর্ষণ মামলার প্রতিশোধ’ নিতেই শারমিনকে হত্যা করেন স্বামী

news-image

বরিশাল ব্যুরো : ঢাকা-বরিশাল নৌরুটে চলাচলকারী এমভি কুয়াকাটা-২ লঞ্চের কেবিনে গতকাল শুক্রবার সকালে শারমিন আক্তার নামে এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। বরিশালের কোতোয়ালী মডেল থানায় ঘটনার দিন রাতেই মামলাটি করা হয়। স্বজনদের দাবি, আগের ধর্ষণ মামলার প্রতিশোধ নিতেই শারমিনকে হত্যা করেছেন তার স্বামী।

শারমিন ঝালকাঠির নলছিটি উপজেলার পশ্চিম গোপালপুর এলাকার বাসিন্দা মাসুদ হাওলাদারের স্ত্রী। শারমিনের বাবা এনায়েত হোসেন জানান, ১২ বছর ধরে ঢাকার তেজগাঁওয়ের কুনিপাড়া থেকে গার্মেন্টসে চাকরি করতেন তার মেয়ে। বিয়ের আগে তাদের সহযোগিতা করলেও বিয়ের পর কোনো খোঁজ-খবর রাখতেন না। তারা বরিশালে লঞ্চে আসা-যাওয়া করতেন তাও জানতেন না। গণমাধ্যমে লঞ্চে নারীর লাশ উদ্ধারের সংবাদ দেখে শারমিনের বিষয়টি নিশ্চিত হন।

এনায়েত হোসেন আরও জানান, বিয়ের আগে ধর্ষণের অভিযোগে বিমানবন্দর থানায় মাসুদের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন শারমিন। ওই মামলা নিষ্পত্তির জন্য উভয় পরিবারের সম্মতিতে ২০১৯ সালের ১৭ নভেম্বর তাদের বিয়ে হয়। বিয়ের পর শারমিনকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়।তিনি বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় লাশ শনাক্ত করি। মাসুদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করার ক্ষোভ থেকেই শারমিনকে হত্যা করেছে সে। আমি তার ফাঁসি চাই।’

শারমিনের চাচাতো ভাই আরিফুর রহমান বলেন, ‘লঞ্চের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, শারমিনের সঙ্গে স্বামী মাসুদ কেবিনে প্রবেশ করেন এবং সকালে একা বের হন মাসুদ। সে-ই আমার বোনকে হত্যা করেছে।’

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, লাশ উদ্ধারের ঘটনায় শারমিনের বাবা একটি হত্যা মামলা করেছেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে স্বজনরা মাসুদকে হত্যাকারী হিসেবে শনাক্ত করেছেন। ঘটনাটি তদন্ত করবে নৌপুলিশ। তবে বিষয়টি তারা ছায়াতদন্ত করবেন।

আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন বরিশাল নৌ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত।

এ জাতীয় আরও খবর

পশ্চিমারা অবাধ নির্বাচনের পক্ষেই আছে : মির্জা ফখরুল

অন্তঃসত্ত্বা অবস্থায় কান উৎসবে ভাবনার সঙ্গে প্রিয়তি

ক্ষুব্ধ ফারিয়া বললেন, ‘ডাইনিগুলা তোরা জাহান্নামে যা’

দুর্নীতির মামলায় জামিন পেলেন ইমরান খান

আস্থার সংকট : কমছে আমানত, বেড়েছে ঋণ

ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু, শনাক্ত ২১

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

দুবাইয়ে গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশি

কুড়িল বিশ্বরোডে পোশাক শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট

এ মাসেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড

বিশ্বকাপের ফটোসেশন সারল শান্ত-সাকিবরা

ঈদুল আজহার আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার সিদ্ধান্ত