শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে সমিতি উধাও

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার সারিয়াকান্দিতে গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন বাঁধবাসী একতাবদ্ধ শ্রমজীবী সমবায় সমিতির পরিচালকরা। এতে বিপাকে পড়ে সদস্যরা ঘুরছেন প্রশাসনের দ্বারে দ্বারে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সারিয়াকান্দি সদর ইউনিয়নের দীঘলকান্দি ছয়মাথার মোড়ে বাঁধবাসী একতাবদ্ধ শ্রমজীবী সমবায় সমিতি নামে একটি সমিতি স্থাপিত হয় ‍২০০৪ সালে। উপজেলার পৌর এলাকাসহ বাইরের বিভিন্ন ইউনিয়নে তারা তাদের সমিতির সদস্য অন্তর্ভুক্ত করে। সমিতির সদস্য সংখ্যা ৬০০’র বেশি। সদস্যদের কাছ থেকে তারা বিভিন্ন সময়ে মাসিক সঞ্চয় ও সাপ্তাহিক সঞ্চয়ের কথা বলে টাকা উত্তোলন করত। গত কয়েকদিন ধরে সমিতির পরিচালকসহ স্টাফদের কাউকেই পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে সমিতির সদস্য পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের শমশের আলী সারিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তার অভিযোগ সূত্রে জানা গেছে, সদর ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের খোরশেদ আলী, টুকু মিয়া, জহির রায়হান, রহিম মিয়া এবং মিঠু মিয়া ওই সমবায় সমিতি খুলে তার কাছ থেকে কয়েক বছরে ১৮ লাখ ২১ হাজার ৫০০ টাকা নিয়েছেন। বর্তমানে তাদের কাউকেই এখন তিনি খুঁজে পাচ্ছেন না।

পৌর এলাকার চা দোকানি লিচু মিয়া জানান, সমিতিতে তার ৭ লাখ টাকার বেশি জমা আছে। সদর ইউনিয়নের পারতিতপরল গ্রামের রতন মিয়ার স্ত্রী সঞ্চিতা বেগম বলেন, ‘আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করে। অনেক কষ্টে আমাদের সংসার চলে। মানুষের বাড়ি থেকে পানি নিয়ে এসে খাই। বাড়িতে টিউবওয়েল বসানের জন্য ওই সমিতিতে গত বছর থেকে দুই নামে দৈনিক ৫০ টাকা করে জমা করছি। সর্বমোট ৩১ হাজার টাকা জমা হয়েছে।’

সারিয়াকান্দি উপজেলার সাবেক সমবায় কর্মকর্তা সালাহউদ্দিন সিদ্দিকী বলেন, আমি থাকাকালীন সমিতিটি আমাদের সমবায়ের নিবন্ধন পেয়েছে। তাদের বিভিন্ন অনিয়মের জন্য এর আগে নোটিশ দেওয়া হয়েছিল।

এ বিষয়ে বাঁধবাসী একতাবদ্ধ শ্রমজীবী সমবায় সমিতির পরিচালক জহির রায়হানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া গেছে।

সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি বলেন, প্রতিনিয়ত শত শত সদস্য আমার কাছে অভিযোগ নিয়ে আসছে। অসহায়দের টাকা ফিরিয়ে দিতে আমি তাদের আশ্বস্ত করেছি। এ বিষয়ে প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।

সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। মানবিক দিক বিবেচনায় সমিতির অসহায় সদস্যদের টাকা উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

হিট স্ট্রোকের সহজ ঘরোয়া প্রতিকার

মেয়েকে প্রকাশ্যে আনলেন রাজ-শুভশ্রী

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন তামান্না

গাজায় তিন জিম্মির মরদেহ উদ্ধার ইসরায়েলের

মার্কিন প্রতিনিধির বসাকে সমস্যার সমাধান মনে করা সরকারের ভুল ধারণা : মঈন খান

চট্টগ্রামে লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিশুসহ পথচারী নিখোঁজ

ইসরায়েলকে গাজায় অভিযানের ‘অজুহাত’ দিয়েছে হামাস : মাহমুদ আব্বাস

ডায়াবেটিস থেকে ত্বকের সমস্যা

বিএনপির সময় ঋণখেলাপি সবচেয়ে বেশি ছিল: আইনমন্ত্রী

১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নেওয়া ৩২ রোহিঙ্গা আটক

৪ বিভাগে আরও ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট