বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বসবাসের অযোগ্য শহরের মধ্যে ঢাকা দ্বিতীয়

news-image

বিশ্বে বসবাসের অযোগ্য  দশ শহরের মধ্যে এবার ঢাকার অবস্থান দ্বিতীয়। সবচেয়ে অযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে দামেস্কাস। গতবছর ঢাকা অবাসযোগ্য নগরী হিসেবে শীর্ষে ছিল।

দ্য ইকোনোমিস্ট ইনটেলিজেন্স (ইআইইউ) গতকাল বসবাসের অযোগ্য দশটির শহরের তালিকা প্রকাশ করেছে।

ইআইইউ প্রতিবেদনে বলেছে, সংস্থাটি কয়ক বছর ধরেই এ জরিপ কাজ পরিচালনা করছে এবং কেন শহরগুলো অবাসযোগ্য হচ্ছে তার পূর্ণাঙ্গ প্রতিবেদনও দিচ্ছে। ফলে এই প্রতিবেদন থেকে শহরগুলো চাইলে নিজেদের অবস্থার উন্নতি ঘটাতে পারে।

জানা গেছে, ইআইইউ সাধারণত অপরাধ, অভ্যন্তরীণ বিশৃঙ্খলা, স্বাস্থ্য সেবা, নাগরিকদের সহনশীলতার মাত্রা, শিক্ষা ও যানবাহন ব্যবস্থা, জনবসতি, রাজনৈতিক অস্থিরতা এবং পরিবেশেল ভারসাম্যের ওপর জরিপ করে থাকে।

এবারের তালিকায় আরো রয়েছে, দামেস্কাস ও ঢাকার পর রয়েছে পাপুয়া নিউগিনির পোর্ট মোর্সবাই, নাইজেরিয়ার লাগোস, জিম্বাবুয়ের হারারে, আলজেরিয়ার আলজিয়ারস,  পাকিস্তানের করাচি, লিবিয়ার  ত্রিপোলি, ক্যামেরুনের দোয়ালা, ইরানের তেহরান এবং আইভরিকোস্টের আবিদজান।

জানা গেছে, গত বছরের প্রতিবেদনে ঢাকা স্বাস্থ্যসেবা ও অবকামাঠামো উন্নয়নে পিছিয়ে পড়েছে এবং অন্যান্য বিষয়গুলোতে স্থিতিশীল রয়েছে।