বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দর্শকের অনুরোধে আসছে ‘কমলা রঙের রোদ ২’

news-image

বিনোদন প্রতিবেদক : চলতি বছরের ভালোবাসা দিবসে ইউটিউবে অবমুক্ত হয়েছিলো বিশেষ নাটক ‘কমলা রঙের রোদ’। ডা: জাহান সুলতানার গল্প ও জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীনের নির্মাণে এতে অভিনয় করেছিলেন তাহসান খান ও তাসনিয়া ফারিণ। প্রচারের পর থেকেই নাটকটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। এরপর দর্শকদের আগ্রহের কারণে এবার নির্মিত হয়েছে নাটকটির সিক্যুয়েল। এবার নাম রাখা হয়েছে ‘কমলা রঙের রোদ ২’।

গত দুইদিন আগেই নাটকটির শুটিং শেষ হয়েছে বলে জানান নাটকটির নির্মাতা। তিনি বলেন, ‘কমলা রঙের রোদ’ নাটকটি দর্শকরা অনেক বেশি পছন্দ করেছেন। প্রচারের পর থেকেই এটির সিক্যুয়েল নির্মাণের অনেক অনুরোধ পেয়েছি। একটা কাজ যখন দর্শকরা বেশি পছন্দ করেন তখনই সেটির সিক্যুয়েল দেখতে চান। সেই জায়গা থেকেই আমাদের এই প্রয়াস।

শিহাব শাহীন আরও বলেন, বছরের পর বছর পেরিয়ে গেলেও সন্তান না হওয়ায় পারিপার্শ্বিক যে চাপ, সেটার বাজে অভিজ্ঞতাই দেখানো হয়েছিলো আগের গল্পে। এবার তার পরবর্তী অংশ দেখানো হবে, তাদের সংসার নিয়ে। সেই আফসানার রহস্যের জট এবারের গল্পে খুলতে যাচ্ছে।

তাসনিয়া ফারিণ বলেন, এই নাটকের সিক্যুয়েলটা রোজার ঈদেই হওয়ার কথা ছিলো। কিন্তু সেসময় করোনার প্রকোপ এবং নানা কারণে হয়ে উঠেনি। কাজটি দর্শকরা পছন্দ করেছেন, যার কারণে এটি আবারো নির্মিত হয়েছে। সেই আফসানার পরবর্তীতে কি হলো, সেই রহস্যই এবার জানতে পারবে দর্শকরা।

নাটকটিতে তাহসান, ফারিণ ছাড়া আরো অভিনয় করেছেন খালেকুজ্জামান, মিলি বাশার প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা

দাবদাহে তিস্তাপাড়ে সেচের আশীর্বাদ হিমালয়ের বরফগলা পানি

বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার

যেসব অভিযোগে মামলা হবে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ: হারুন

বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিন; শিল্প মালিকদের প্রধানমন্ত্রী

সব মানুষ বলছে সরকার অধিকার হরণ করছে: ফখরুল

বিএনপি কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ: ওবায়দুল কাদের

হাসপাতালে খালেদা জিয়া

কাল থেকে কমতে পারে তাপমাত্রা, শুরু হবে বৃষ্টি

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার