বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাবাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার

news-image

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় চাঞ্চল্যকর বাবাকে খুনের ঘটনায় সন্তান আফাজ উদ্দিনকে (৪০) ঢাকার ধামরাই থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় একটি রক্তমাখা বটি, রক্তমাখা বিছানার চাদর ও রক্তমাখা লুঙ্গি উদ্ধার করা হয়েছে।

বুধবার ভোররাতে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের মিসকিন শাহ রহমতুল্লাহ মাজারে অভিযান চালিয়ে আফাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। নিহত বাবা নুর মোহাম্মদ শিমুলিয়ার টেঙ্গুরি এলাকার বাসিন্দা।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর ভোররাতে আশুলিয়ার শিমুলিয়া এলাকায় বাবা নুর মোহাম্মদকে বটি দা দিয়ে কুপিয়ে হত্যা করে সন্তান আফাজ উদ্দিন। ঘটনার পর সে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের হলে ছায়াতদন্ত শুরু করে র‍্যাব। পরে বুধবার ভোর ৪টার দিকে ধামরাইয়ে অভিযান চালিয়ে আফাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় হত্যার আলামত।

পুলিশ জানায়, আসামি আফাজ মানসিক ভারসাম্যহীন ছিল। ২০০৬ সাল থেকে মানসিক রোগের চিকিৎসা চলছিল তার। সেদিন ভোরে আফাজ উদ্দিন তার বাবাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়ে যায়।

র‍্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান, আফাজ উদ্দিনকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা

দাবদাহে তিস্তাপাড়ে সেচের আশীর্বাদ হিমালয়ের বরফগলা পানি

বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার

যেসব অভিযোগে মামলা হবে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ: হারুন

বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিন; শিল্প মালিকদের প্রধানমন্ত্রী

সব মানুষ বলছে সরকার অধিকার হরণ করছে: ফখরুল

বিএনপি কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ: ওবায়দুল কাদের

হাসপাতালে খালেদা জিয়া

কাল থেকে কমতে পারে তাপমাত্রা, শুরু হবে বৃষ্টি

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার