বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুঘর্টনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বুধবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জে হোটেল রাজমনির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের নাম হায়দার আলী (২৯)। তিনি দিনাজপুর সদরের মধ্যপাড়ার আব্দুল মালেকের ছেলে। অপর নিহত এবং আহতদের পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, বুধবার ভোরে হায়দার আলীসহ ৫ শ্রমিক আশুগঞ্জ খাঁন অটো রাইস মিলে কাজ করার জন্য বাসে করে দিনাজপুর থেকে আসে। ভোরে মহাসড়কের এক পাশ দিয়ে তারা হেঁটে রাইস মিলে যাওয়ার পথে কোনো দ্রুতগামী যানবাহন তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে হায়দার ও অপর এক শ্রমিক মারা যান।

তবে শ্রমিকদের কোন ধরনের যানবাহন চাপা দিয়েছে তা তারা বলতে পারেনি। স্থানীয় লোকজন ও সহকর্মীরা আহত ৩ শ্রমিককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। পরে এ সংবাদ পেয়ে সকালে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে৷ হতাহতরা সম্ভবত চাতাল শ্রমিক।