বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরে আপত্তিকর অবস্থায় ধরা, স্ত্রীর প্রেমিককে পিটিয়ে হত্যা করলো স্বামী

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগঞ্জ পৌর শহরের সোনাকান্দর মহল্লায় স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমিককে আপত্তিকর অবস্থায় দেখে প্রেমিককে পিটিয়ে হত্যা করেছেন স্বামী। এ সময় স্ত্রীকেও পিটিয়ে গুরুতর আহত করেন তিনি। ওই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ওই স্বামী।
রবিবার ভোরে আহত পারভেজ ইসলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে শনিবার রাতে পীরগঞ্জ পৌর শহরের সোনাকান্দর মহল্লায় পরকীয়ার অভিযোগে লাঠিপেটা করার এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ ইসলাম (২৫) পীরগঞ্জ উপজেলা সদরের বালুয়াঘাট গ্রামের রেনু মিস্ত্রির ছেলে। সে পীরগঞ্জ বন্দর বাজারে ইলেকট্রনিক সার্ভিসিংয়ের ব্যবসা করতেন।পুলিশ ও স্থানীয় গ্রামবাসীরা জানায়, নিহত পারভেজের সঙ্গে ওই নারীর দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল। ঘটনার দিন শনিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে পারভেজ ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে যান।

এ সময় গৃহবধূর স্বামী তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে উত্তেজিত হয়ে উঠেন। বাগবিত-ার একপর্যায়ে স্ত্রীসহ প্রেমিক পারভেজকে বাঁশের লাঠি দিয়ে পেটাতে থাকেন। এতে লাঠির আঘাতে পারভেজের মাথা থেঁতলে প্রচুর রক্তক্ষরণ হয়।পরে আশপাশের লোকজন এসে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পারভেজকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বর্তমানে ওই নারী পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সংসারে একটি সন্তান রয়েছে। এদিকে ওই ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন। অন্যদিকে আপত্তিকর অবস্থায় দেখার বিষয়টি নিয়ে তাদের পরিবারের কেউ মুখ খুলছেন না।
বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানা ওসি সরেস চন্দ্র। তিনি জানান, পরকীয়ার অভিযোগে লাঠির আঘাতে আহত পারভেজের মৃত্যুর হয়েছে। আমরা ঘটনা খতিয়ে দেখছি। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।

এ জাতীয় আরও খবর

মাথায়-পেটে গুলি, আ.লীগ নেতার মৃত্যু

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি গুলি করে হত্যা: আসামির ৫ দিনের রিমান্ড

১৭ জনের কোন দু’জন বিশ্বকাপে বাদ

বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর

দেশের উন্নয়ন-অগ্রগতিতে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা গুরুত্বপূর্ণ : ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রী

শুক্রবারও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত আসতে পারে : শিক্ষামন্ত্রী

জায়েদ খানের ওপর ক্ষোভ ঝাড়লেন সাকিব

হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতার ভাগনে

অতিরিক্ত তাপমাত্রায় বেঁকে গেল রেললাইন

উপজেলা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ নেই : ইসি আলমগীর

এই গরমে খাদ্যে বিষক্রিয়া হলে করণীয়