বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আমার সোনার বাংলা’ রিংটোন নিষিদ্ধ

news-image

বাংলাদেশে জাতীয় সঙ্গীতকে মোবাইল ফোনের রিংটোন হিসাবে ব্যবহার নিষিদ্ধ করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপীল বিভাগ। ফলে, সোমবার থেকে কবি রবীন্দ্রনাথের 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি..' গানটি রিংটোন হিসাবে ব্যবহার আইনত দণ্ডনীয় হবে। ২০০৬ সালে কালিপদ মৃধা নামে এক ব্যক্তি জাতীয় সঙ্গীতকে মোবাইল ফোনের রিংটোন হিসাবে ব্যবহার বন্ধ করতে হাইকোর্টে একটি রিট মামলা করে।

তার যুক্তি ছিল, জাতীয় সঙ্গীতকে সংরক্ষণের যে নির্দেশনা সংবিধানে রয়েছে, রিংটোন করে জাতীয় সঙ্গীতের বাণিজ্যিক ব্যবহার তার লঙ্ঘন। হাইকোর্ট মি মৃধার ঐ রিট গ্রহণ করে এবং ২০১০ সালে তার পক্ষে রায় দেয়। জাতীয় সঙ্গীতকে রিংটোন হিসাবে ব্যবহার নিষিদ্ধ করার পাশাপাশি দুই মোবাইল অপারেটর – গ্রামীণ ফোন এবং বাংলা লিঙ্ককে- ৫০ লাখ টাকা করে জরিমানা করা হয়। জরিমানার টাকা একটি স্বাস্থ্য বিষয়ক দাতব্য প্রতিষ্ঠানকে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু দুই মোবাইল অপারেটর এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপীল করে। নয় বছর পর, সুপ্রিম কোর্টের আপীল বিভাগ সোমবার হাইকোর্টের রায় বহাল রাখার সিদ্ধান্ত ঘোষণা করে।

তবে গ্রামীণ ফোন ও বাংলা লিঙ্কের জরিমানার পরিমাণ ৫০ লাখ টাকা থেকে কমিয়ে ৩০ লাখ টাকা করা হয়।