বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিমানবন্দরে ৭৫ কেজি নিষিদ্ধ ওষুধ উদ্ধার

news-image

ডেস্ক রির্পোট : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অবৈধভাবে আমদানি করা জন্ম নিয়ন্ত্রণের ৭৫ কেজি বিদেশী ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিমানবন্দর সূত্র জানায়, গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় বিমানবন্দরের কার্গো এলাকায় অভিযান চালায় শুল্ক কর্মকর্তারা। এ সময় সেখানে ১২টি কার্টনে করে রাখা প্রায় ৭৫ কেজি আমদানি নিষিদ্ধ ওষুধ উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ২০ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল ইসলাম খান জানান, ওই ওষুধগুলো ডিএইচএল কুরিয়ারের মাধ্যমে ভারত থেকে অবৈধভাবে ঢাকার হেল অ্যান্ড হার্টি মেডিসিন লিমিটেডের নামে নিয়ে আসে। ওই প্রতিষ্ঠানটি আগে এমন ওষুধ অবৈধভাবে নিয়ে এসেছিল বলে আমাদের কাছে তথ্য ছিল।

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।