বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুরে পাটকলে অগ্নিকাণ্ড, অন্তত চার কোটি টাকা ক্ষতির দাবি

news-image

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর, মধুখালী, বোয়ালমারী ও সালথা থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঁচ ঘণ্টার চেষ্টায় মাজেদা পাটকলে লাগা আগুন নেভাতে সক্ষম হয়
ফরিদপুর, মধুখালী, বোয়ালমারী ও সালথা থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঁচ ঘণ্টার চেষ্টায় মাজেদা পাটকলে লাগা
ফরিদপুরে মধুখালীর একটি পাটকলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা দুইটার দিকে উপজেলার রায়পুরে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত বেসরকারি মাজেদা পাটকলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফরিদপুর, মধুখালী, বোয়ালমারী ও সালথা থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঁচ ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাতটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।

এ অগ্নিকাণ্ডে কত ক্ষয়ক্ষতি হয়েছে, ফায়ার সার্ভিস তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করতে পারেনি। তবে মিল কর্তৃপক্ষ দাবি করেছে, এতে তাদের অন্তত চার কোটি টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাজেদা পাটকলটি ২০১০ সালে স্থাপিত হয়। ২০১৬ সালে পাটকলটির বর্তমান মালিক সাইফুল ইসলাম পাটকলটি কিনে নেন।

সম্প্রতি এ পাটকল ১০০ টন সুতলির একটি অর্ডার পেয়েছিল। অগ্নিকাণ্ডে পাট থেকে তৈরি সুতলির বান্ডিলগুলো পুড়ে গেছে।

মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার টিটো সিকদার বলেন, সুতলি তৈরির কক্ষ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তিনি বলেন, আগুনে পাট নয়, পাট থেকে তৈরি সুতলির বান্ডিলগুলো (পাঁজা) পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

ওই পাটকলের প্রশাসনিক ম্যানেজার মাধব কুমার সরকার বলেন, মেশিনের ঘর্ষণ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তিনি বলেন, সম্প্রতি এ পাটকল ১০০ টন সুতলির একটি অর্ডার পেয়েছিল। মিলের যে অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ওই ঘরে অর্ডারের ওই সুতলির ফিনিশিংয়ের কাজ চলছিল। তিনি বলেন, আগুনে এ পাটকলের প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে।