বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর, চর বিষ্ণপুর, আকোটেরচর, ঢেউখালী ও কৃষ্ণপুর ইউনিয়নে কৃষি জমি ও পদ্মা আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত সদরপুরের বিভিন্ন ইউনিয়নে আজ শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ৫টি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল। এসময় উপস্থিত ছিলেন সদরপুর থানা পুলিশের সদস্যরা।

এ বিষয়ে সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যদি কৃষি জমি বা পদ্মা আড়িয়াল খাঁ নদ থেকে ভেকু, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।