বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয় দিনেও স্বস্তি টাইগার শিবিরে

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে ক্যান্ডির পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে আলোক-স্বল্পতা আর বৃষ্টির বাগড়ার পরও উইকেটে দাপট দেখিয়েছেন ব্যাটসম্যানরা।

প্রথম দিন বৃহস্পতিবার উইকেটে একক আধিপত্য বিস্তার করে রান উৎসবে মেতেছিলেন লংকান ব্যাটসম্যানরা। তবে দ্বিতীয় দিনের শুরুতে মাত্র ২৭ রানে লংকান তিন ব্যাটসম্যানকে আউট করে খেলায় ফিরে আসেন টাইগাররা।

প্রথম সেশনের মতো আশা ছিল দিনের শেষ সেশনেও বোলিংয়ে আধিপত্য বিস্তারের। কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়েছে প্রকৃতি। বৃষ্টির কারণে ২১ মিনিট খেলা বন্ধ থাকে আর আলোক-স্বল্পতার জন্য ২৪.১ ওভারের খেলা মাঠে গড়ায়নি।

বৈরি আবহাওয়ার কারণে দিনের শেষ সেশনটা টাইগারদের পরিকল্পনা মতো না হলেও স্বস্তি টাইগার শিবিরে। দিনের দুই সেশন বাংলাদেশের দখলেই ছিল।

এদিন ১৭৮ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামরা।

দিনের শুরু থেকেই দারুণ বল করেছেন তাসকিন আহমেদ। সেঞ্চুরিয়ান লাহিরু থিরিমান্নেকে বাড়তি লাফিয়ে ওঠা বলে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন। এরপর অ্যাঞ্জেলো ম্যাথুসকে শূন্য রানে আউট করেও আউটের আবেদন করার কথা ভাবেননি। অবশ্য একটু পরই ওই লিটনের গ্লাভসেই ম্যাথুসকে আটকেছেন।

প্রথম সেশনের দাপট দ্বিতীয় সেশনে ধরে রাখতে না পারলেও দলের প্রয়োজনে বিপজ্জনক হয়ে ওঠা নিশাঙ্কা ও পাথুমের ৫৪ রানের জুটি ভাঙ্গেন তাসকিন।

৬ উইকেটে ৪২৫ রান নিয়ে চা পান বিরতিতে যায় শ্রীলংকা। এরপর ব্যাটিংয়ে নেমে ১৬ রান সংগ্রহ করতেই বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে ২১ মিনিট খেলা বন্ধ থাকে।

দিনের শেষ দিকে আগ্রাসী ব্যাটিং করেন নিরোশন ডিকভেলা। চা-বিরতির আগে পরে ৫৯ বলে ৪৪ রান তুলেছে শ্রীলংকা। ৬৪ বলে ৭ চারে ৬৪ রানে অপরাজিত ডিকভেলা। একবার জীবন পাওয়া মেন্ডিস অপরাজিত আছেন ২২ রানে।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৫৫.৫ ওভারে ৪৬৯/৬ (থিরিমান্নে ১৪০, করুনারত্নে ১১৮, ওশাদা ৮১, ডিকওয়েলা ৬৪*, নিশাঙ্কা ৩০, মেন্ডিস ২২*; তাসকিন ৩/১১৯, শরিফুল ১/৯১, তাইজুল ১/৮৩ মিরাজ ১/১০২)।

এ জাতীয় আরও খবর

সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা

দাবদাহে তিস্তাপাড়ে সেচের আশীর্বাদ হিমালয়ের বরফগলা পানি

বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার

যেসব অভিযোগে মামলা হবে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ: হারুন

বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিন; শিল্প মালিকদের প্রধানমন্ত্রী

সব মানুষ বলছে সরকার অধিকার হরণ করছে: ফখরুল

বিএনপি কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ: ওবায়দুল কাদের

হাসপাতালে খালেদা জিয়া

কাল থেকে কমতে পারে তাপমাত্রা, শুরু হবে বৃষ্টি

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার