বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে ৮৩০ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে গেল জাহাজ

news-image

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলায় ভৈরব নদীতে ৮৩০ মেট্রিক টন কয়লা নিয়ে একটি জাহাজ ডুবে গেছে। আজ শনিবার সকালে উপজেলার ভৈরবনদের রাজঘাট এলাকায় মেসার্স সাহারা গ্রুপের ঘাটে এমবি প্রবাহ এন্টারপ্রাইজ-২ নামের জাহাজটি ডুবে যায়।

জানা গেছে, অস্ট্রেলিয়া থেকে আমদানি করা ৮৫০ মেট্রিক টন কয়লা নিয়ে এমবি প্রবাহ এন্টারপ্রাইজ-২ মোংলা থেকে গত বুধবার রাতে অভয়নগরের রাজঘাট এলাকায় ভৈরব নদীতে মেসার্স সাহারা গ্রুপের ঘাটে নোঙ্গর করে। আজ শনিবার সকাল আটটার দিকে লং বুম স্ক্যাভেটর দিয়ে জাহাজ থেকে কয়লা নামানোর কাজ শুরু হয়। এ সময় নদীতে জোয়ার ছিল। কিছু সময় পর জাহাজটি বাম দিকে কাত হতে শুরু করে। এরপর সকাল দশটার দিকে জাহাজটি নদীর পানিতে ডুবে যায়।

এমবি প্রবাহ এন্টারপ্রাইজ-২ এর মাস্টার আব্দুর রহিম মোল্যা বলেন, ‘জাহাজের বামপাশ থেকে কয়লা কেটে ট্রাকে ভরা হচ্ছিল ফলে জাহাজের বাম পাশ হাল্কা এবং ডান পাশ ভারি হয়ে পড়ে। ভারি পাশ কাত হয়ে পড়ে এবং জাহাজটি ডুবে যায়। ’

মেসার্স সাহারা গ্রুপের ব্যবস্থাপক রিদুয়ান কবির বলেন, ‘জাহাজে অস্ট্রেলিয়া থেকে আমদানি করা মোট ৮৫০ মেট্রিক টন কয়লা ছিল। এর মধ্যে স্ক্যাভেটর দিয়ে মাত্র ২০ মেট্রিক টন কয়লা নামানো হয়েছিল। বাকি সব কয়লা ডুবে গেছে। প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।’