বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অবসরে ইউসুফ পাঠান

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের স্পিন অলরাউন্ডার ইউসুফ পাঠান সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। শুক্রবার এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন কাশ্মিরের এই ক্রিকেটার।

ইউসুফ সর্বশেষ ২০১২ সালে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০০৭ সালে ভারতের জার্সিতে অভিষেক হয় তার। আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছরের ওই পথচলাতেই টি-২০ ও ৫০ ওভারের বিশ্বকাপ জয়ী দলের অংশ হয়েছেন তিনি।

জাতীয় দলের জায়গা না পেলেও ২০১৯ সাল পর্যন্ত দাপিয়ে আইপিএল খেলেছেন ইরফান পাঠানের বড় এই ভাই। শেষবার মাঠে নেমেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। কিন্তু হায়দরাবাদ তাকে ছেড়ে দেওয়ার পর দল পাননি পাঠান ভাইদ্বয়ের বড় জন। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সর্বশেষ আসরের পর ঘরের মাঠেও অবিক্রিত ছিলেন তিনি।

সে কারণেই হয়তো ৩৮ বছর এই হার্ড হিটার ব্যাটসম্যান ও ডানহাতি স্পিনার সব ধরনের ক্রিকেট থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন। আইপিএলে ইউসুফের ৩৭ বলে সেঞ্চুরির রেকর্ড আছে। ভারতীয়দের মধ্যে যা দ্রুততম এবং আইপিএলের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।

অবসর নিয়ে টুইট বার্তায় ইউসুফ পাঠান বলেছেন, ‘আনুষ্ঠানিকভাবে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছে। আমাকে সমর্থন জুগিয়ে যাওয়ার জন্য আমার পরিবার, বন্ধু, সমর্থক এবং দেশের সকলকে ধন্যবাদ। পরবর্তীতে যে দায়িত্ব পালনই শুরু করবো, আপনারা সমর্থন পাবো আশা করছি।’

ইউসুফ জাতীয় দলের হয়ে ৫৭ ওয়ানডে এবং ২২ টি-২০ ম্যাচ খেলেছেন। তবে আইপিএলের অসাধারণ ক্যারিয়ারের জন্য ভক্তরা তাকে মনে রাখবেন। বিশেষ করে তার ঝড়ো ব্যাটিংয়ের জন্য। টি-২০ এই লিগে ১৭৪ ম্যাচ খেলে এক সেঞ্চুরি ও ১৩ ফিফটিতে ৩ হাজার ২০৪ রান করেছেন তিনি। উইকেট নিয়েছেন ৪২টি।

এ জাতীয় আরও খবর

হুমকি দিয়েই পোস্ট সরিয়ে নিলেন তিশা, কী লেখা ছিল তাতে?

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বিকেলে

ঘরে-বাইরে কোথাও সম্মান পান না প্রবাসীরা

দেশের ফেরার আগে মোস্তাফিজের চমক

মৃত্যু সনদ জাল করার অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা

বিরক্ত হয়েই শাকিবের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে : অপু বিশ্বাস

তিউনিসিয়া উপকূলে নিহত ৮ বাংলাদেশির লাশ আজ দেশে পৌঁছাবে

রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

আদালতে লিফট আতঙ্ক, ভোগান্তিতে আইনজীবী-বিচারপ্রার্থীরা

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া

অবশেষে নামলো বৃষ্টি, দাবদাহে পুড়তে থাকা মানুষের স্বস্তির নিশ্বাস

হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫