বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাদের মির্জার নেতৃত্বে সাংবাদিকের ওপর হামলা

news-image

নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর কোম্পানীগঞ্জে এবার কাদের মির্জার নেতৃত্বে দৈনিক স্বদেশ প্রতিদিন ও অনলাইন নিউজ পোর্টাল বার্তা২৪’র জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন রনির ওপর হামলা হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চরফকিরায় সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের দাফন সম্পন্ন হওয়ার কিছুক্ষণ আগে বসুরহাট রূপালী চত্বরের কাছে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ওই সাংবাদিকের ওপর কাদের মির্জার সমর্থকেরা হামলার করে।

সাংবাদিক গিয়াস উদ্দিন অভিযোগ করেন, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বসুরহাট বাজারের তার ইলেকট্রনিকস পণ্যের ব্যবসা প্রতিষ্ঠানে পাশে দাঁড়িয়ে ছিলেন। দোকানের সামনের সড়ক দিয়ে কাদের মির্জা যাওয়ার সময় তিনি তাকে উদ্দেশ্য করে সালাম দেন। কাদের মির্জা নিজেই অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে ওই সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানের দিকে এগিয়ে যান। একপর্যায়ে কাদের মির্জার সঙ্গে থাকা তার কয়েকজন অনুসারী তাকে (গিয়াস উদ্দিন) মারধর করে। এ সময় তার হাতে থাকা দু’টি ফোন সেট রাস্তায় পড়ে গেলে নিয়ে যান কাদের মির্জার অনুসারীরা।

তিনি বলেন, এরপর আমি আমার দোকানের সমানে চলে যাই। সেখানেও মির্জা কাদেরের লোকজন তার সামনেই আমার ওপর দ্বিতীয়বার হামলা চালায়।

ঠিক কি অভিযোগে আপনার ওপর হামলা করা হয়েছে এমন প্রশ্নের জবাবে গিয়াস উদ্দিন বলেন, আমি নিজেও জানি না কি কারণে আমার সঙ্গে এমন হয়েছে।

এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন কি না তাও সিদ্ধান্ত নিতে পারছেন না বলে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে জানতে আবদুল কাদের মির্জার ফোনে সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি।

এ জাতীয় আরও খবর

হুমকি দিয়েই পোস্ট সরিয়ে নিলেন তিশা, কী লেখা ছিল তাতে?

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বিকেলে

ঘরে-বাইরে কোথাও সম্মান পান না প্রবাসীরা

দেশের ফেরার আগে মোস্তাফিজের চমক

মৃত্যু সনদ জাল করার অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা

বিরক্ত হয়েই শাকিবের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে : অপু বিশ্বাস

তিউনিসিয়া উপকূলে নিহত ৮ বাংলাদেশির লাশ আজ দেশে পৌঁছাবে

রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

আদালতে লিফট আতঙ্ক, ভোগান্তিতে আইনজীবী-বিচারপ্রার্থীরা

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া

অবশেষে নামলো বৃষ্টি, দাবদাহে পুড়তে থাকা মানুষের স্বস্তির নিশ্বাস

হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫