বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয় টিকার অনুমোদন দিল চীন

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাস (কোভিড–১৯) ঠেকাতে দ্বিতীয় টিকার অনুমোদন দিল চীন। দেশীয় প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেকের তৈরি ‘করোনাভ্যাক’ এ অনুমতি পেয়েছে। আজ শনিবার সিনোভ্যাকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বরে চীন প্রথম টিকা হিসেবে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি টিকা করোনা রোগীদের জন্য ব্যবহারের অনুমতি দেয়। এবার দ্বিতীয় টিকা হিসেবে করোনাভ্যাকের অনুমোদন দেওয়া হলো। আনুষ্ঠানিক অনুমোদন দেওয়ার আগেই এ দুটো টিকা উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের প্রয়োগ করা হচ্ছে।

সিনোভ্যাক জানিয়েছে, তাদের টিকা জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য ইতিমধ্যে ইন্দোনেশিয়া, তুরস্ক, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, উরুগুয়ে ও লাওসে অনুমোদন দেওয়া হয়েছে।

করোনার টিকা নেন এক স্বাস্থ্যকর্মী। ১৮ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায়
বিদেশে এ টিকার চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের দুই মাসের ফলাফলের ভিত্তিতে চীন চূড়ান্ত অনুমোদন দিল। চূড়ান্ত পর্যায়ের তথ্য–উপাত্তের বিশ্লেষণ এখনো হাতে আসেনি বলে জানিয়েছে সিনোভ্যাক।