বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বস্তিতে দিন পার বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসে চারশতাধিক রান তুলে চ্যালেঞ্জের আহ্বান জানানো বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেও স্বস্তিতে নেই ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামে দ্বিতীয় দিনের শেষ ভাগে ৭৫ রান তুলতে ২ উইকেট হারিয়েছে সফরকারীরা। বাংলাদেশের থেকে তারা ৩৫৫ রানে পিছিয়ে।

চট্টগ্রামে লাল-সবুজের প্রতিনিধিরা প্রথম ইনিংসে ৪৩০ রান করতে শুরুতে ধুঁকলেও সাকিব আল হাসান এবং প্রথম সেঞ্চুরি হাঁকানো মেহেদী হাসান মিরাজের কল্যাণে পথ খুঁজে পায়। তাদের আগে ওপেনার সাদমান ইসলাম (৫৯) বড় স্কোরের ভিত গড়ে দেন।

দ্বিতীয় দিন উইকেটে টার্ন মিলেছে। পাল্টে গেছে সারফেইস। এমন পরিস্থিতিতে শুক্রবার বাংলাদেশি বোলারদের সামলাতে উইন্ডিজ ব্যাটসম্যানদের হিমশিম খেতে হবে আরও। স্বাগতিক স্পিনাররা চেপে ধরলেও বৃহস্পতিবার সাফল্য পাননি। দুই উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। কঠিন লড়াই উতরানোর চেষ্টা করছেন ৪৯ রান করা ক্রেইগ ব্র্যাথওয়েট। সঙ্গে এনক্রুমাহ বোনার (১৭)।

বাংলাদেশের ইনিংসে দিনের শুরুতেই ফিরে যান লিটন দাস। দ্বিতীয় দিনের তৃতীয় ওভারের লেংথ বলে পয়েন্ট দিয়ে কাট করতে যান ডানহাতি ব্যাটসম্যান।

বল যতটা কাছে ছিল, সেখান থেকে সকালের উইকেটে কাট করা সহজ ছিল না। লিটন সেটি করতে গিয়েই বোল্ড হন। ৬৭ বলে ৩৮ করে ফিরতে হয় তাকে।

লিটন ফেরার পর মিরাজকে নিয়ে সাকিব দারুণ আত্মবিশ্বাসে খেলতে থাকেন। নিষেধাজ্ঞা কাটিয়ে টেস্টে ফেরার ম্যাচে ১১০ বলে তুলে নেন হাফসেঞ্চুরি। টেস্টে তার এটি ২৫তম ফিফটি।

শেষ পর্যন্ত ১৫০ বলে ৫ চারে ৬৮ রান করেন সাকিব। মিরাজের সঙ্গে তার সপ্তম উইকেট জুটি ছিল ৬৭ রানের।

মিরাজ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পান ১৬১ বলে। ম্যাজিক ফিগারে পৌঁছাতে ১৩টি চার হাঁকান তিনি।

মিরাজের আউটেই শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। ১৫১তম ওভারে রাকিমকে ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন। ১৬৮ বলে শেষ হয় তার ১০৩ রানের ইনিংস।

এ জাতীয় আরও খবর

সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা

দাবদাহে তিস্তাপাড়ে সেচের আশীর্বাদ হিমালয়ের বরফগলা পানি

বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার

যেসব অভিযোগে মামলা হবে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ: হারুন

বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিন; শিল্প মালিকদের প্রধানমন্ত্রী

সব মানুষ বলছে সরকার অধিকার হরণ করছে: ফখরুল

বিএনপি কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ: ওবায়দুল কাদের

হাসপাতালে খালেদা জিয়া

কাল থেকে কমতে পারে তাপমাত্রা, শুরু হবে বৃষ্টি

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার