বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ পৃথিবীতে বিরল এক দিনে ৬৬ হাজার গৃহহীনকে ঘর হস্তান্তর’

news-image

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব মাহবুব হোসেন বলেছেন, ‘এক দিনে ৬৬ হাজার ১৮৯ ভূমিহীন ও গৃহহীন মানুষকে বিনা মূল্যে ঘর হস্তান্তরের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। এ ছাড়া ব্র্যাকের মাধ্যমে আরো তিন হাজার ৭১৫ গৃহহীন ও ভূমিহীন মানুষকে পুনর্বাসন করা হবে। এটি একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য’।

বুধবার দুপুরে উপজেলার মুড়াপাড়া এলাকায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্প পরিদর্শন শেষে এসব বলেন।

এ সময় তিনি আরো বলেন, ‘২৩ জানুয়ারি মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশে আশ্রয়ণ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দিনই ভূমিহীনদের ঘর বুঝিয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। সে লক্ষ্যে সারা দেশের কিছু খাস জমি উদ্ধার করে দুই শতাংশ জমিতে দু’কক্ষ বিশিষ্ট, একটি বারান্দাসহ ঘর নির্মাণ করা হয়। এ প্রকল্পের আওতায় যারা ঘর পাবেন তাদের শিক্ষা, স্বাস্থ্য, পানিসহ সব সুযোগ-সুবিধা দেওয়া হবে’।

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করতে চেয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি বাস্তবায়ন করতে বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধিশালী দেশের কাতারে নিয়ে যেতে চান। তার অংশ হিসেবে আগামী ২৩ জানুয়ারি আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে আমরা আরো একধাপ এগিয়ে যাব’।

মাহবুব হোসেন বলেন, ‘একটি ঘর শুধু একটি আশ্রয়স্থল নয়। একটি ঘর তাকে আত্মপ্রত্যয়ী করে তোলে এবং তার ম্যাধমে সে নিজের পায়ের দাঁড়ানোর অবলম্বন খুঁজে পায়’।

এ সময় আরো উপস্থিত ছিলেন আশ্রয়ণ প্রকল্পের উপপরিচালক উপসচিব জাহিদুল ইসলাম, জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ নূসরাত জাহান, সহকারী কমিশনার ভূমি আফিফা খাঁন, আশ্রয়ণ প্রকল্পের সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম প্রমুখ।

রূপগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভূমিহীন ও গৃহহীনদের জন্য মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

হুমকি দিয়েই পোস্ট সরিয়ে নিলেন তিশা, কী লেখা ছিল তাতে?

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বিকেলে

ঘরে-বাইরে কোথাও সম্মান পান না প্রবাসীরা

দেশের ফেরার আগে মোস্তাফিজের চমক

মৃত্যু সনদ জাল করার অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা

বিরক্ত হয়েই শাকিবের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে : অপু বিশ্বাস

তিউনিসিয়া উপকূলে নিহত ৮ বাংলাদেশির লাশ আজ দেশে পৌঁছাবে

রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

আদালতে লিফট আতঙ্ক, ভোগান্তিতে আইনজীবী-বিচারপ্রার্থীরা

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া

অবশেষে নামলো বৃষ্টি, দাবদাহে পুড়তে থাকা মানুষের স্বস্তির নিশ্বাস

হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫