বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্ঘটনার কবলে রুহুল কবির রিজভী

news-image

সাতক্ষীরা ও কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে সাবেক বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় বৃহস্পতিবার বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে সাফাই সাক্ষ্য দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সাতক্ষীরা থেকে যশোর বিমানবন্দরে যাওয়ার পথে বিকেল পৌনে ৩টায় কলারোয়া বাজারে দুর্ঘটনার কবলে পড়ে রুহুল কবির রিজভীকে বহনকারী প্রাইভেটকারটি। এতে অল্পের জন্য রক্ষা পান তিনি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনাবিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে রিজভী জানান, যশোর বিমানবন্দরে যাওয়ার পথে তাদের গাড়ির সামনে একটি ভ্যান পড়ে যায়। ভ্যানটি বাঁচাতে গিয়ে তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও আল্লাহর অসীম রহমতে তারা রক্ষা পান। তারা আঘাত পেলেও তেমন গুরুতর নয়।

এর আগে রুহুল কবির রিজভী সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম হুমায়ূন কবিরের আদালতে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে সাফাই সাক্ষ্য দেন। এ সময় তিনি আদালতকে বলেন, ঘটনার দিন ২০০২ সালের ৩০ আগস্ট মামলার আসামি হাবিবুল ইসলাম হাবিব ঢাকায় স্বেচ্ছাসেবক দলের এক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওই দিন তিনি সাতক্ষীরায় ছিলেন না। হাবিব নির্দোষ। আমরা ন্যায়বিচার পাব বলে আশা করছি। পিপি আবদুল লতিফ বলেন, আমরা সাফাই সাক্ষী রিজভীকে জেরা করেছি। আগামী ৬ জানুয়ারি মামলার যুক্তিতর্ক প্রদর্শনের দিন ধার্য রয়েছে।

বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভীর আগমনের কথা শুনে সকাল থেকে সাতক্ষীরা আদালত চত্বরে শত শত বিএনপি নেতাকর্মী হাজির হন। ভিড় সামলাতে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

এ জাতীয় আরও খবর

হুমকি দিয়েই পোস্ট সরিয়ে নিলেন তিশা, কী লেখা ছিল তাতে?

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বিকেলে

ঘরে-বাইরে কোথাও সম্মান পান না প্রবাসীরা

দেশের ফেরার আগে মোস্তাফিজের চমক

মৃত্যু সনদ জাল করার অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা

বিরক্ত হয়েই শাকিবের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে : অপু বিশ্বাস

তিউনিসিয়া উপকূলে নিহত ৮ বাংলাদেশির লাশ আজ দেশে পৌঁছাবে

রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

আদালতে লিফট আতঙ্ক, ভোগান্তিতে আইনজীবী-বিচারপ্রার্থীরা

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া

অবশেষে নামলো বৃষ্টি, দাবদাহে পুড়তে থাকা মানুষের স্বস্তির নিশ্বাস

হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫