বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ ওভারের বোলিংয়ের রহস্য বললেন মেহেদি

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথমে ব্যাট হাতে দলকে টেনেছেন। পরে বোলিংয়ে। শেষ ওভারে যখন জয়ের জন্য ৯ রান দরকার বেক্সিংমো ঢাকার, তখন বল হাতে নিয়ে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে ২ রানের জয় উপহার দিয়েছেন মেহেদি হাসান।

ম্যাচ শেষে মেহেদি বলেছেন তার অমন বোলিংয়ের রহস্য, ‘প্রথমত, আমার অনেক বিশ্বাস ছিল। দ্বিতীয়ত, অধিনায়কের অনেক বিশ্বাস ছিল। সে আস্থা রেখে আমাকে বোলিং দিয়েছে। দলের অন্যরাও সবাই আমাকে বিশ্বাস করছিল। বিশ্বাসের জন্যই আমি যেটা করতে চেয়েছিলাম, সেটা হয়ে গেছে। ডেলিভারিগুলো পারফেক্ট ইয়র্কার হয়েছে। সফল হতে পেরেছি।’

অফ স্পিনার মেহেদি যেভাবে চাচ্ছিলেন সেভাবেই হচ্ছিল সবকিছু। শেষ ২ ওভারে ৩০ রান প্রয়োজন ছিল ঢাকার। ১৯তম ওভারে মুক্তার আলি হাঁকান ৩ ছক্কা। ফরহাদ রেজার করা ওভার থেকে আসে মোট ২১ রান।

শেষ ওভারে ৯ রান প্রয়োজন পড়ে ঢাকার। রাজশাহীর পক্ষে বল হাতে নেন মেহেদি। প্রথম ৩ বলই ডট দেন মেহেদি। তাতে চাপে পড়ে যায় ঢাকা। চতুর্থ বলটায় মুক্তার আলি বাউন্ডারি হাঁকান। পরের বলে নাটকীয়তা। টিভি আম্পায়ারের সহায়তায় নো বলের সিদ্ধান্ত জানান আম্পায়ার। তবে ফ্রি হিট বলে কোনো রান নিতে পারেননি মুক্তার। শেষ বলে নিতে পারেন মাত্র ১ রান। তাতে জয়ের উৎসবে মাতে রাজশাহী।

এর আগে ব্যাট হাতে ৩২ বলে ৩ চার ৪ ছক্কায় খেলেন ৫০ রানের ইনিংস। ম্যাচসেরাও তাই মেহেদি। যে অনুভূতি বললেন এভাবে, ‘সবসময়ই ম্যান অব দ্য ম্যাচ হলে অসাধারণ লাগে। আমার ক্ষেত্রেও একই। ব্যাটিং-বোলিং দুটিতেই দলে অবদান রাখতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।’

এ জাতীয় আরও খবর

সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা

দাবদাহে তিস্তাপাড়ে সেচের আশীর্বাদ হিমালয়ের বরফগলা পানি

বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার

যেসব অভিযোগে মামলা হবে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ: হারুন

বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিন; শিল্প মালিকদের প্রধানমন্ত্রী

সব মানুষ বলছে সরকার অধিকার হরণ করছে: ফখরুল

বিএনপি কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ: ওবায়দুল কাদের

হাসপাতালে খালেদা জিয়া

কাল থেকে কমতে পারে তাপমাত্রা, শুরু হবে বৃষ্টি

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার