বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফরচুন বরিশালকে শিরোপা দিতে চান বিপ্লব

news-image

স্পোর্টস ডেস্ক : ২১ বছর বয়সী লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব জাতীয় টি-টোয়েন্টি দলে নিয়মিত মুখ। গত বছর অভিষেকের পর থেকে এখন পর্যন্ত খেলেছেন ৭ ম্যাচ। আসছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে যিনি নিজেকে মেলে ধরতে চান। এখানকার পারফরম্যান্সকে টেনে নিতে চান জাতীয় দলে।

করোনা বিরতির পর গত মাসে বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট ফেরে দেশে। তিন দলের সেই আসরে বিপ্লব ছিলেন মাহমুদউল্লাহ একাদশে। ৩ ম্যাচে নিয়েছিলেন ৩ উইকেট।

৫০ ওভারের সেই আসরের পর এবার টি-টোয়েন্টি ক্রিকেট। বিপ্লব বলছেন, ‘দীর্ঘদিন আমরা টি-টোয়েন্টির অনুশীলনের মধ্যে ছিলাম না। দীর্ঘদিন আমাদের টি-টোয়েন্টি ম্যাচ প্রিপারেশনও নেই। এখানে যেহেতু টি-টোয়েন্টি টুর্নামেন্ট হচ্ছে, নিজেদের প্রমাণের ভালো সুযোগ থাকবে। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ভালো প্রস্তুতিও নেয়া যাবে।’

ফরচুন বরিশালের হয়ে খেলতে যাওয়া বিপ্লব নিজেকে নিয়ে পরিকল্পনাও করে রেখেছেন। বলছিলেন, ‘অবশ্যই নিজের একটা ব্যক্তিগত প্ল্যান আছে। অনেক দিন পর আমাদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট চালু হতে যাচ্ছে। চেষ্টা করব নিজেকে মানিয়ে নিয়ে খেলার জন্য এবং প্রত্যেকটা ম্যাচেই ভালো পারফর্ম করার চেষ্টা করব। ম্যাচ বাই ম্যাচ নিজের দলকে ভালো কিছু দেয়ার চেষ্টা করব।’

ফরচুন বরিশালে তামিম ইকবালের নেতৃত্বে রয়েছেন তাসকিন আহমেদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজের মতো তারকা ক্রিকেটার। ইরফান শুক্কুর, তৌহিদ হৃদয়ের মতো তরুণ পারফর্মাররাও আছেন দলে।

সব মিলে বিপ্লব বলছেন তাদের দলটা শিরোপার দাবি রাখে, ‘আলহামদুলিল্লাহ, আমাদের টিম কম্বিনেশন খুব ভালো। সাম্প্রতিক সময়ে পারফর্ম করা ক্রিকেটারদের নিয়ে আমাদের দল হয়েছে। ইনশা আল্লাহ অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব (খেলতে নামব)।’