বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হৃদি শেখ ‌’চিল করবেন’ শাকিব খানের সঙ্গে

news-image

বিনোদন প্রতিবেদক : শাকিব খান অভিনীত বহুল আলোচিত ছবি নবাব এলএলবির শুটিং শেষ হলেও দুটি রোমান্টিক আর একটি আইটেম গানের শুটিং এখনো শেষ হয়নি। রোমান্টিক গান দুটির শুটিং শাকিব-মাহিকে নিয়ে দেশের বাইরে করার প্রস্তুতি নিচ্ছেন ছবিটির পরিচালক অনন্য মামুন।

আর আইটেম গানটির শুটিং হবে দেশেই। তবে আইটেম গানে শাকিব খানের সঙ্গে কে পর্দায় হাজির হবেন সেটি নিয়ে ছিল ধোঁয়াশা। শুরু থেকেই তিনজনের নামের গুঞ্জন শোনা যাচ্ছিলে। তারা হলেন, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া ও তানজিয়া জামান মিথিলা। কিন্তু এই পর্যন্ত খবর হলো, এদের কেউ নেই নবাব এলএলবির আইটেম গানে।

গানটিতে আইটেম-কন্যা হিসেবে থাকছেন নৃত্যশিল্পী হৃদি শেখ। সম্প্রতি নুসরাত ফারিয়ার গাওয়া ‘আমি চাই থাকতে’ গানটির ড্যান্স কাভার করে বেশ আলোচনায় তিনি। এছাড়াও নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত মুখ তিনি।

কোরিওগ্রাফার তানজিল আলমের ঈগল ড্যান্স কোম্পনি গানটিতে পারফর্ম করবে। ঈগল ড্যান্স গ্রুপের কোরিগ্রাফিতেই নির্মিত হবে গানটি। থাকবে একঝাঁক ড্যান্সারের উপস্থিতি।

এ বিষয়ে অনন্য মামুন বলেন, ‘আইটেম গানটি আগামী ১৮ নভেম্বর থেকে এফডিসিতে শুটিং করবো। গানে পারফর্ম করবেন শাকিব খান ও হৃদি শেখ। নাচের দক্ষতার কারণেই হৃদি শেখকে বেছে নিয়েছি।’

‘নবাব এলএলবি’ ছবির আইটেম গানটির শিরোনাম ‌‌’চিল করবো চিল’। গেয়েছেন ভারতের অন্তরা মিত্র, সুর ও সংগীত পরিচালনা করেছেন দোলন মৈনাক।

হৃদি শেখ বাঙালি হলেও জন্ম ও বেড়ে ওঠা রাশিয়াতে। সেখানেই কেটেছে তার শৈশব ও কৈশোর। ছোটবেলায় নৃত্য শিক্ষা নিতে রাশিয়াতেই ভর্তি হন স্কুলে। ৪৫ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যানেল আই সেরা নাচিয়ে সিজন থ্রি’র বিজয় মুকুট ছিনিয়ে নেন তিনি। এরপর তাকে দেখা গেছে মিউজিক ভিডিওসহ বিভিন্ন অনুষ্ঠানে নাচ করতে।

এদিকে গত সেপ্টেম্বরের শুরুতে মাহি ও স্পর্শিয়াকে নিয়ে ‘নবাব এলএলবি’ ছবির শুটিং শুরু হলেও শাকিব যোগ দেন ১০ সেপ্টেম্বর। এই শুটিংয়ে ফেরার মধ্য দিয়ে ৫ মাসের বিরতি ভাঙলেন শাকিব খান। ছবিতে তাকে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে।

এ জাতীয় আরও খবর

মাথায়-পেটে গুলি, আ.লীগ নেতার মৃত্যু

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি গুলি করে হত্যা: আসামির ৫ দিনের রিমান্ড

১৭ জনের কোন দু’জন বিশ্বকাপে বাদ

বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর

দেশের উন্নয়ন-অগ্রগতিতে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা গুরুত্বপূর্ণ : ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রী

শুক্রবারও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত আসতে পারে : শিক্ষামন্ত্রী

জায়েদ খানের ওপর ক্ষোভ ঝাড়লেন সাকিব

হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতার ভাগনে

অতিরিক্ত তাপমাত্রায় বেঁকে গেল রেললাইন

উপজেলা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ নেই : ইসি আলমগীর

এই গরমে খাদ্যে বিষক্রিয়া হলে করণীয়