বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায়  অবৈধভাবে পাহাড় কাটায় ভূমিদস্যুকে জরিমানা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে কামাল মিয়া নামে এক ভূমিদস্যুকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী পাথারিয়াদ্বার গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে কামাল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জরিমানার পাশাপাশি ভবিষ্যতে আর পাহাড় কাটবেন না মর্মে মুচলেকা আদায় করা হয়। পাহাড় কাটা আইনত তণ্ডনীয় অপরাধ। পাহাড় কাটা বন্ধের ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশ্চিত করেন।
পরিবেশ আইন উপেক্ষা করেই এক শ্রেণীর ভূমিদস্যু অবৈধভাবে পাহাড় কেটে উজার করছে।