মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠান না খোলা পর্যন্ত হচ্ছে না পরীক্ষা

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে মার্চ মাস থেকে। স্থগিত রয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। অন্যদিকে দেশে করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে চায় না শিক্ষা মন্ত্রণালয়। প্রতিষ্ঠান না খুললে পরীক্ষার আয়োজন করাও সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ে গঠিত সাব-কমিটির এক বৈঠকে পাবলিক পরীক্ষার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে এই বৈঠক থেকে পরীক্ষার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসছে না বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বুধবার দেশ রূপান্তরকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে পরীক্ষা হবে না এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আর এখনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। প্রস্তুতি থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর অন্তত ১৫ দিন সময় লাগবে পরীক্ষা আয়োজন করতে।

অধ্যাপক জিয়াউল হক বলেন, আসলে বৃহস্পতিবারের বৈঠকে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আলোচনা হবে না। এটি আমাদের চেয়ারম্যানদের নিয়মিত বৈঠকের একটি অংশ মাত্র। পরীক্ষা নিয়ে এখনই সিদ্ধান্ত নেয়ার মতো কোন অবস্থাই হয়নি। বিশ্বব্যাপী করোনার কারণে যে সংকট এর মধ্যে আমরাও আছি। এখন পরীক্ষা কীভাবে হবে?

চেয়ারম্যান জানান, নতুন সময়সূচি প্রকাশের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবারের বৈঠক এসব বিষয় চূড়ান্ত করার জন্য নয়। এখন পর্যন্ত পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত একটাই। আর তা হচ্ছে, শিক্ষাপ্রতিষ্ঠান না খোলা পর্যন্ত কোন পরীক্ষা হচ্ছে না।

এ জাতীয় আরও খবর

মেয়রের সামনে কাউন্সিলরকে জুতাপেটা করলেন চামেলী!

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

নির্বাচনের পর আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে সরকার : ফখরুল

২৪ উপজেলায় ইভিএমে ভোট হবে মঙ্গলবার

এলজিইডি’র সেই প্রকৌশলীর স্ত্রীরও ৬ কোটি টাকার অবৈধ সম্পদ!

রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় আমরা জড়িত নই: ইসরায়েলি কর্মকর্তা

কঠোরভাবে বাজার মনিটরিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

‘গিভ অ্যান্ড টেকের অফার অনেকেই দেয়, মেডিকেলের স্যারও দিয়েছিল’

বিয়ের পর আমার কাজের মান ভালো হয়েছে

৪ দিনেও খোঁজ মেলেনি ভারতে নিখোঁজ এমপি আনারের

বঙ্গবন্ধু শান্তি পদক দেবে সরকার, পুরস্কার কোটি টাকা ও স্বর্ণ পদক

অটোরিকশা চালকদের তাণ্ডবের ঘটনায় ৪ মামলা, আসামি প্রায় ২৫০০