২৫ লাখ মানুষ ইয়াবায় আসক্ত দিনে সাবাড় ৫০ লাখ ইয়াবা
ডেস্ক রির্পোট : দেশে মাদকসেবীর সংখ্যা ৫০ লাখ। এর মধ্যে প্রায় ৫০ ভাগ অর্থাৎ ২৫ লাখ মানুষ ইয়াবায় আসক্ত। একজন মাদকসেবী দিনে যদি সর্বনিু দুটি করেও সেবন করেন, তাহলে ২৫ লাখ মাদকাসক্ত প্রতিদিন সাবাড় করছেন ৫০ লাখ পিস ইয়াবা। আর এই ৫০ লাখ পিস ইয়াবার পেছনে খরচ করছেন তারা দেড়শ কোটি টাকা।
মরণনেশা ইয়াবার এক দিনের চাহিদার এমন আশঙ্কাজনক তথ্য খোদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের। তবে সংশ্লিষ্টরা বলছেন, সর্বনিু ব্যবহারের হিসাবে এই বিপুল পরিমাণ ইয়াবার চাহিদার তথ্য পাওয়া গেলেও প্রকৃত সংখ্যা আরও বেশি। হু হু করে ইয়াবাসেবীর সংখ্যা বেড়েই চলেছে। আর এই ইয়াবা প্রতিদিনই আসছে অবৈধ পথে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে।গত সাত বছরে দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৯৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে। সর্বশেষ গত রবিবার রাজধানীর যাত্রাবাড়ী থেকে সোয়া লাখ পিস ইয়াবা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সর্বোচ্চ দুই লাখের বেশি ইয়াবা একসঙ্গে উদ্ধারের ঘটনা খুবই কম। দিনে ৫০ লাখ পিসের চাহিদার বিপরীতে সামান্য সংখ্যক উদ্ধারের ঘটনাগুলো ইয়াবার বাজারে কখনোই প্রভাব ফেলে না। ইয়াবার সংকটেও পড়তে হয় না আসক্তদের। দীর্ঘদিন টেকনাফে চাকরি করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন একজন কর্মকর্তা জানান, টেকনাফের সীমান্তবর্তী এলাকার মাদক পাচারের পয়েন্টগুলোতে সর্বোচ্চ নজরদারি থাকলেও নানা কৌশলে ইয়াবার চালান আসছেই। মাছধরার জাল থেকে শুরু করে সাগরে ভাসতে ভাসতে ইয়াবার চালান আসছে দেশের ভিতর। কোনোভাবেই এই আগ্রাসন রোধ করা যাচ্ছে না। হালে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দেশের সর্বত্র মহামারী রূপে ছড়িয়ে পড়েছে নীরব এই ঘাতক। ইয়াবার সর্বনাশা থাবায় লাখো পরিবারের সন্তানদের জীবন এখন বিপন্ন। এমন সন্তানদের মায়ের কান্না এখন ঘরে ঘরে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এক কর্মকর্তা বলেন, দেশে এই মাদকের চাহিদা বেড়েই চলেছে। হালে দিনে চাহিদা বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখ পিসে। এই বিপুল সংখ্যক ইয়াবা প্রতিদিনই বিভিন্ন কৌশলে দেশে ঢুকছে। সেবনকারীরা প্রতি পিস ৩০০ টাকা করে ইয়াবা কিনে ব্যবহার করছে। সেই হিসাবে প্রতিদিন এই মাদকের পেছনে খরচ করছে তারা দিনে দেড়শ কোটি টাকা। মাসে এই হিসাব দাঁড়ায় সাড়ে চার হাজার কোটি টাকায়। মাদকসেবীরা ধোঁয়ায় উড়িয়ে দিচ্ছে এই বিপুল অঙ্কের টাকা। প্রজন্ম থেকে প্রজন্ম ধ্বংস করে মাদক ব্যবসার এই সিন্ডিকেট হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গ, এমপি, রাজনৈতিক নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্যের সমন্বয়ে গঠিত শক্তিশালী সিন্ডিকেট ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রণ করছে। আর এ কারণে কোনোভাবেই এর আগ্রাসন রোধ করা যাচ্ছে না। মাদক চিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তিরা বলছেন, এখন চিকিৎসা নিতে আসা মাদকসেবীর বেশির ভাগই ইয়াবায় আসক্ত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক বজলুর রহমান বলেন, মাদক পাচার বন্ধে ভারতের সঙ্গে চুক্তির পর ফেনসিডিল পাচার কমে গেছে। ভারত সরকার বাংলাদেশের সীমান্তে অবৈধ ফেনসিডিল কারখানাগুলো উচ্ছেদ করেছে। এখন কূটনীতিক মাধ্যমে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। আর এর মধ্য দিয়ে ইয়াবা পাচার কমে আসবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, তরুণ-তরুণী শুধু নয়, ব্যবসায়ী, চাকরিজীবীদের একটি বড় অংশ এখন ইয়াবায় আসক্ত। সহজলভ্যের কারণেই ইয়াবা আসক্তের সংখ্যা দিন দিন বাড়ছে বলে মনে করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তাদের হিসাবে দেশে ইয়াবাসেবীর সংখ্যা ২৫ লাখ। তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে মনে করেন সংশ্লিষ্টরা। চিকিৎসাবিজ্ঞানীরা বলছেন, মানবদেহের সবচেয়ে ক্ষতিকর নেশাজাতীয় দ্রব্যের মধ্যে ইয়াবা অন্যতম একটি। ইয়াবা অর্থ হলো ক্রেজি মেডিসিন বা পাগলা ওষুধ। মেথ্যাম ফিটামিন, উত্তেজক পদার্থ ক্যাফিনের সঙ্গে হেরোইন মিশিয়ে তৈরি করা হয় ইয়াবা। এ নেশাদ্রব্য হেরোইনের চেয়ে ভয়াবহ বলে মনে করেন তারা। তাদের মতে, ইয়াবা সেবন করার পর মনে হতাশা, বিষাদ, ভয়, অনিশ্চয়তারও উদ্ভব হতে পারে। এ ছাড়া এটি আচরণগতভাবে সহিংস করে তুলতে পারে সেবীদের। সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক গোপন প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার সরকারের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশে ইয়াবা ব্যবসায় জড়িত। মিয়ানমারের কেন্দ্রীয় সংসদ ও দেশটির শান প্রদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মংডু ও বুচিডং এলাকার সীমান্তরক্ষী, সামরিক বাহিনীর কর্মকর্তা, কাস্টমস, পুলিশ ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাজে লাগিয়ে ইয়াবা ব্যবসা করছেন। এ জন্য বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ১৫টি স্থানে গড়ে তোলা হয়েছে কারখানা।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এক প্রতিবেদনে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গত সাত বছরে ৯৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে। ২০০৮ সালে ৩৬ হাজার ৫৪৩, ২০০৯ সালে এক লাখ ২৯ হাজার ৬৪৪, ২০১০ সালে আট লাখ ১২ হাজার ৭১৬, ২০১১ সালে ১৩ লাখ ৬০ হাজার ১৮৬, ২০১২ সালে ১৯ লাখ ৫১ হাজার ৩৯২, ২০১৩ সালে ২৮ লাখ ২১ হাজার ৫২৮ এবং ২০১৪ সালে উদ্ধার করা হয়েছে ২৫ লাখ পিস ইয়াবা।











