বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরোও ৬০ জন কোভিড-১৯ আক্রান্ত

news-image

তৌহিদুর রহমান নিটল : ব্রাহ্মণবাড়িয়ায়  নতুন করে আরো ৬০ জনের করোনা সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ৭৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।সিভিল সার্জন ডাঃ একরামউল্লাহ জানান, শুক্রবার সন্ধ্যায় ঢাকা পিসিআর ল্যাব থেকে ৫০৫ টি ও বেসরকারি প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ অ্যান্ড  হাসপাতাল থেকে  ৯০ টি নমুনা ফলাফল রির্পোট আসে। সব মিলিয়ে ৫৯৫ জনের মাঝে  ৬০ জনের করোনা পজেটিভ।

এনিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মোট করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে ৭৩৩ জন।
সিভিল সার্জন অফিস সূএ জানান, নতুন সনাক্ত হওয়া ৬০ জনের মধ্যে সদর উপজেলায় ২৭ জন, কসবা উপজেলায় ১২ জন, আখাউড়া উপজেলায় ০৮ জন, নাসিরনগর উপজেলায় ৬ জন, নবীনগর উপজেলায় ৩ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ৩ জন, আশুগঞ্জ ১জন রয়েছেন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে ইতিমধ্যেই ১১৫জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৫২২ জন।