বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আশুগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে মহিলাসহ আহত ১০ : বাড়িঘর ভাংচুর ও লুটপাট

attt 12নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চরচারতলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ ১০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রবিবার সকাল ১০ টায়  এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক সহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জমি সংক্রন্ত বিরোধের জের ধরে রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চরচারতলা গ্রামের হাকির বাড়ির খালেক মিয়ার লোকজন ও মন্তাজ মিয়ার বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় খালেক মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মন্তাজ মিয়ার বাড়িতে আক্রমন করে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে । খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে।
মন্তাজ মিয়ার বাড়ির আইনাল হক জানান, সকালে আমরা কিছু বুঝে উঠার আগেই খালেক মিয়ার নেতৃত্বে ৩০/৩৫ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমন করে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে । এব্যাপােরে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর জানান, সকালে একই বাড়ির দু’গ্রুপের সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি ন্বাভাবিক করে।