বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেঁসে যাচ্ছেন হ্যাপী: কারাদণ্ড হতে পারে ৭ বছরের!

happy1শোবিজ লাইভ : অলোচিত, সমালোচিত নবাগত নায়িকা নাজনীন আক্তার হ্যাপী ফেঁসে যাচ্ছেন। ৭ বছরের কারাদণ্ড হতে পারে তার। জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলাতেই ফেঁসে যেতে পারেন তিনি। এর জন্য আলাদা করে রুবেলের পক্ষ থেকে মানহানী মামলা করার প্রয়োজন নেই। এনিয়ে অনেকটা টেনশনে রয়েয়েছেন হ্যাপী। রুবেলের বিরুদ্ধে মামলা চালাবেন না বলে ঘোষণা দিলেও আইনী বাধ্যবাধকতা তার পিছু ছাড়ছে না।

কেননা নারী ও শিশু নির্যাতন আইনের ১৭ ধারায় বলা রেয়েছে কেউ মিথ্যা অভিযোগ দায়ের করলে তার শাস্তি হবে সাত বছরের সশ্রম কারাদণ্ড। এছাড়া অর্থদণ্ডও হতে পারে। তবে সেক্ষেত্রে এ আইনের ১৭ (২) ধারা অনুসারে মামলার আসামিকে আদালতে আবেদন করতে হবে।

হ্যাপীর আইনজীবী কুমার দেবুল দে বলেন, মামলাটি এখন তদন্তাধিন রয়েছে। কিন্তু হ্যাপী তথ্য-প্রমাণ দিয়ে সহযোগীতা না করলে তদন্ত কর্মকর্তা রুবেলের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করবেন। আর আদালতও মামলাটি ডিস মিস করে দেবেন। কিন্তু আদালত স্ব-প্রণোদিত হয়ে হ্যাপীকে কোন শাস্তি দেবে না। তবে আইনের ১৭ (২) ধারা অনুযায়ী কেবল রুবেল আবেদন করলেই হ্যাপী শাস্তি পেতে পারেন।

হ্যাপী বলেন, আমি রুবেলকে ক্ষমা করে দিয়েছি। এ মামলা আর চালাবো না। হ্যাপী বলেন, যেহেতু এ মামলা তুলে নেয়া যায় না। তাই আমি মামলার কোন কাজে আর অংশ গ্রহণ করবো না। এতে করে মামলা আদালতের স্বাভাবিক প্রক্রিয়াতেই শেষ হয়ে যাবে।

এর আগে মামলা দায়েরের পর গত বছরের ১৫ ডিসেম্বর হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। পরে ওই জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি। তবে ৮ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাতের আদালত রুবেলের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১১ জানুয়ারি জামিনে মুক্তি পান রুবেল।

এছাড়াও ক্রিকেটে বিশ্বকাপ ও জাতীয় দল থেকে পেসার রুবেল হোসেনকে বাদ দেওয়ার আরজি জানিয়ে গত ৫ জানুয়ারি হাইকোর্টে রিট দায়ের করেছিলেন হ্যাপী। পরে অব্যশ্য শুনানি শেষে ওই রিটটি খারিজ করে দেন আদালত। এদিকে রুবেলের জামিন বাতিল চেয়ে হ্যাপীর দায়ের করা একটি আবেদন আগামী ৫ এপ্রিল হাইকোর্টে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

প্রসঙ্গত, বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে রুবেল হোসেনের বিরুদ্ধে রাজধানীর মিরপুর থানায় গত বছরের ১৩ ডিসেম্বর একটি মামলা দায়ের করেন হ্যাপী। নারী ও শিশু নির্যাতন আইনের ৯/১ ধারায় ওই মামলাটি দায়ের করা হয়।

 

এ জাতীয় আরও খবর

মাথায়-পেটে গুলি, আ.লীগ নেতার মৃত্যু

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি গুলি করে হত্যা: আসামির ৫ দিনের রিমান্ড

১৭ জনের কোন দু’জন বিশ্বকাপে বাদ

বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর

দেশের উন্নয়ন-অগ্রগতিতে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা গুরুত্বপূর্ণ : ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রী

শুক্রবারও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত আসতে পারে : শিক্ষামন্ত্রী

জায়েদ খানের ওপর ক্ষোভ ঝাড়লেন সাকিব

হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতার ভাগনে

অতিরিক্ত তাপমাত্রায় বেঁকে গেল রেললাইন

উপজেলা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ নেই : ইসি আলমগীর

এই গরমে খাদ্যে বিষক্রিয়া হলে করণীয়