কুমিল্লায় তিনটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ
ডেস্ক রির্পোট : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার বুড়িচংয়ে তিনটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সৈয়দপুরে চট্টগ্রামগামী তিনটি কাভার্ড ভ্যানে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে।
বুড়িচং থানার এসআই নাসির উদ্দিন জানান, দুর্বৃত্তরা কাভার্ড ভ্যান তিনটি থামিয়ে তাতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিসংযোগের সময় চালক ও হেলপার দ্রুত কাভার্ড ভ্যান থেকে নেমে যাওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।











