বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পটুয়াখালীতে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে

52f4ac8de17af-potuakhaliপটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া গ্রামে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে।

আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। ছেলের নাম সঞ্জয় খাসকেল (২৫)। বাবার নাম হরিনাথ খাসকেল (৭০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বাবা-ছেলের মধ্যে বিরোধ ছিল। আজ দুপুর সাড়ে ১২টার দিকে বাবা-ছেলের মধ্যে এ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন সঞ্জয়। আশঙ্কাজনক অবস্থায় বাবা হরিনাথকে উদ্ধার করে দুমকি লুথান হেলথ কেয়ারে নিয়ে যান স্থানীয় ব্যক্তিরা। সেখানে কর্তব্যরত চিকিত্সক হরিনাথকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুরাদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার প্রথম আলোকে বলেন, সঞ্জয়ের কর্মকাণ্ডে তাঁর পরিবারের লোকজন বরাবরই অতিষ্ঠ ছিল। দুই বছর আগেও টাকা-পয়সার জন্য স্বজনদের মারধর করায় তাঁকে ধরে পুলিশে দেওয়া হয়েছিল।

আটক সঞ্জয়ের ভাষ্য, তাঁর বাবা বাড়িঘর বিক্রি করে শহরে যেতে চাইলে এ নিয়ে কথা-কাটাকাটি হয়। এর পর কী ঘটেছে, তা জানতে চাইলে তিনি নিশ্চুপ হয়ে যান।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক হেমায়েত উদ্দিন খান বলেন, হরিনাথের মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে মামলা হবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা

দাবদাহে তিস্তাপাড়ে সেচের আশীর্বাদ হিমালয়ের বরফগলা পানি

বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার

যেসব অভিযোগে মামলা হবে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ: হারুন

বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিন; শিল্প মালিকদের প্রধানমন্ত্রী

সব মানুষ বলছে সরকার অধিকার হরণ করছে: ফখরুল

বিএনপি কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ: ওবায়দুল কাদের

হাসপাতালে খালেদা জিয়া

কাল থেকে কমতে পারে তাপমাত্রা, শুরু হবে বৃষ্টি

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার