বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শর্ত দিয়ে কার্যালয়েই থাকছেন খালেদা!

pic-16_194628ডেস্ক রির্পোট : আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য গুলশানে নিজ কার্যালয়ে অবস্থান করাটাকেই সুবিধাজনক বলে মনে করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আদালতে আত্মসমর্পণ করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে আর ওই কার্যালয়ে ফিরতে দেবে কি না সে বিষয়ে সন্দিহান তিনি এবং তাঁর আইনজীবীরা। এ অবস্থায় আজ বুধবার খালেদা জিয়া আদালতে না যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা। বিষয়টি স্পষ্ট হয়েছে তাঁর আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের শর্ত আরোপ থেকেও।

জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও তাঁর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন, 'আমরা যাব না এ কথা বলছি না। কারণ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে পরিস্থিতির কারণে আমরা যেতে পারছি না।'

এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব হোসেন বলেন, খালেদা জিয়া আত্মসমর্পণে ইচ্ছুক। তবে তাঁকে নিরাপত্তা ও গুলশান কার্যালয়ে ফেরত আসার সুযোগ দিতে হবে। সরকারের পক্ষ থেকে বিকেল নাগাদ এ ব্যাপারে কোনো সাড়া না পেয়ে আবারও ৪৮ ঘণ্টা হরতাল বাড়ানোর ঘোষণা দেয় বিএনপি। এতে নিশ্চিত হওয়া যায় যে খালেদা জিয়া আজ বুধবার আদালতে যাচ্ছেন না। কারণ গাড়িতে চড়ে আদালতে গিয়ে কিছুতেই তিনি নিজ দলের ডাকা হরতাল ভাঙবেন না বলে মনে করা হচ্ছে।

খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানির দিন ধার্য রয়েছে আজ। বিষয়টি ঘিরে রাজনীতিতে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। খালেদা জিয়া আদালতে হাজির হবেন কি না তা নিয়ে গতকাল বিকেল থেকেই সারা দেশে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাশাপাশি সম্ভাব্য গোলযোগের আশঙ্কায় জনমনেও এ নিয়ে এক ধরনের উৎকণ্ঠা দেখা দেয়। অবশ্য শেষ পর্যন্ত তাঁর আইনজীবীরা কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন, খালেদা জিয়া আজ আদালতে যাচ্ছেন না।

এদিকে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় আজই তাঁকে জোর করে আদালতে নিয়ে যাওয়া হতে পারে- এমন আশঙ্কা গতকাল বিকেল থেকেই ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে। মন্ত্রী ও সরকারি দলের নেতারাও এ নিয়ে নানা কথা বলেন। সব মিলিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। অবশ্য সন্ধ্যায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা হঠাৎ করেই গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এতে উত্তেজনা কিছুটা কমে আসে। কারণ অনেকেই ওই সাক্ষাৎকে সমঝোতার উদ্যোগ বলে ধরে নেন।

এর আগ পর্যন্ত খালেদা জিয়া হাজির হলে জামিন পাবেন কি না, আবার পেলেও নিজ কার্যালয়ে ফিরতে পারবেন কি না- এসব প্রশ্ন ঘুরপাক খেতে থাকে বিএনপির গণ্ডি পেরিয়ে বাইরেও। আবার জামিন বাতিল করে কারাগারে পাঠানো হলে কী ঘটে সে নিয়েও জনমনে সৃষ্টি হয় কৌতূহল। গত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল, খালেদাকে আদালতে নিয়ে গুলশানে কার্যালয়ে তালা মেরে দিতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁকে জামিন দেওয়া হলেও ফেরত পাঠানো হবে গুলশানে তাঁর বাসায়। পাশাপাশি কার্যালয়ে তাঁর সঙ্গে দুই মাস অবস্থানকারী নেতা ও কর্মকর্তাদের গ্রেপ্তার করা হতে পারে।

খালেদা জিয়ার নিরাপত্তা এবং গুলশান কার্যালয়ে তাঁকে ফেরত আসতে দেওয়ার ব্যাপারে সরকার কিভাবে সম্মত হতে পারে- জানতে চাইলে খন্দকার মাহবুব হোসেন বলেন, সরকার বিবৃতি দিয়ে বলতে পারে। তিনি বলেন, 'জামিন বাতিল করে জেলখানায় নিয়ে যাওয়া সেটা আইনগত ব্যাপার। কিন্তু সরকারের আসল উদ্দেশ্য হলো গুলশান কার্যালয় থেকে খালেদা জিয়াকে বের করে সেখানে তালা মেরে দেওয়া। তারা সেটা করবে। ফলে তারা আমাদের দাবির ব্যাপারে কিছু বলবেও না, করবেও না। তবে আজ এ বিষয়ে দুটি আবেদন করা হবে। একটি বিচারিক আদালতের প্রতি অনাস্থা জানিয়ে এবং অন্যটি খালেদা জিয়ার অনুপস্থিতি ইচ্ছাকৃত নয় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে।'

গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত চেয়ে আবেদন : খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কার্যক্রম স্থগিত রাখার জন্য হাইকোর্টে আবেদন করা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের জন্য নিম্ন আদালতেও আলাদা আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবীরা গতকাল এসব আবেদন করেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা ঢাকার ৩ নম্বর বিশেষ আদালতে বিচারাধীন। ঢাকার বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারসংলগ্ন মাঠে নির্মিত অস্থায়ী আদালত ভবনে এ মামলার বিচার চলছে। আজ এ আদালতে মামলা দুটিতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। এ মামলায় গত ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়া হাজির না হওয়ায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গতকাল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, গ্রেপ্তারি পরোয়ানা এখনো পুলিশ হাতে পায়নি।

মামলা দুটি বিচারের জন্য আদালত পরিবর্তনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে দাখিল করা দুটি আবেদনের ওপর আগামীকাল ৫ মার্চ শুনানির জন্য বিচারপতি রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে কার্যতালিকায় থাকবে। এ আবেদনের সম্পূরক হিসেবে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করার জন্য পৃথক আবেদন দাখিল করা হয়েছে। খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবীরা গতকাল এ আবেদন করেন। এ আবেদনের কপি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়েও দেওয়া হয়েছে। আবেদনে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে। এ আবেদন বিচারাধীন থাকায় নিম্ন আদালতে মামলা দুটির বিচারকাজ স্থগিত রাখারও নির্দেশনা চাওয়া হয়েছে।

এ ছাড়া গতকাল নিম্ন আদালতেও একটি আবেদন করা হয়েছে। সংশ্লিষ্ট শাখায় দাখিল করা আবেদনে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার (রিকল) করতে বলা হয়েছে।

আত্মসমর্পণে আইনজীবীর দুই শর্ত : এদিকে আজ নিম্ন আদালতে খালেদা জিয়ার আত্মসমর্পণের বিষয়ে দুই শর্ত দিয়েছেন তাঁর আইনজীবীরা। খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন গতকাল বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বলেন, খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি আদালতের প্রতি সম্মান দেখিয়ে নিম্ন আদালতে হাজির হতে ইচ্ছুক। খালেদা জিয়া আদালতে হাজির হওয়ার পর যদি আদালত তাঁর জামিন বহাল রাখেন, তবে তাঁকে নির্বিঘ্নে গুলশান কার্যালয়ে ফিরে আসার সুযোগ দিতে হবে। আদালতে উপস্থিত হওয়ার জন্য তাঁর পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে।

সেখানে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, অ্যাডভোকেট জাকির হোসেন ও ব্যারিস্টার এহসানুর রহমান। ব্যারিস্টার খোকন বলেন, গত ১৫ জানুয়ারি বিচারকের প্রতি অনাস্থা জানিয়েছেন খালেদা জিয়া। খালেদা জিয়ার অনাস্থা জানানো যে যথাযথ তার প্রমাণ, অনাস্থা জানানোর পরও খালেদা জিয়ার বিরুদ্ধে ওই আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা। ব্যারিস্টার খোকন বলেন, যে আদালতের প্রতি অনাস্থা জানানো হয়েছে, সেই আদালতে খালেদা জিয়াকে উপস্থিত হতে বাধ্য করার জন্যই সরকার দুদককে দিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে আবেদন দিয়েছে। এ আবেদনে আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি বলেন, এ থেকে জনমনে ধারণা জন্মেছে, সরকার, দুদক ও আদালত একাকার হয়ে গেছে।

এর আগে দুপুরে নিজ কার্যালয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, 'আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এখনো খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কপি আমরা পাইনি। এর পরও যদি আদালতে যেতে হয় বা আত্মসমর্পণ করতে হয়, তা করতে ইচ্ছুক খালেদা জিয়া। তবে তাঁকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। আদালত যদি জামিন দেন তবে তাঁকে গুলশান কার্যালয়ে ফিরে আসার নিশ্চয়তা দিতে হবে।' তিনি বলেন, সরকারদলীয় লোকজন তাঁর কার্যালয় ঘেরাও করে রেখেছে। একজন প্রভাবশালী মন্ত্রীর নেতৃত্বে খালেদা জিয়ার বাড়ি ঘেরাও করা হয়েছিল। এ অবস্থায় খালেদা জিয়া নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি আরো বলেন, 'খালেদা জিয়া জনগণের ভোটে অধিকার রক্ষা ও গণতন্ত্র রক্ষার আন্দোলন করছেন। তাই আমাদের আশঙ্কা একবার খালেদা জিয়া গুলশান কার্যালয় থেকে বের হলে তাঁকে আর ওই কার্যালয়ে ঢুকতে দেবে না সরকার।'

নাইকো দুর্নীতি মামলা হাইকোর্টে কার্যতালিকায় : খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় রুলের ওপর শুনানির জন্য আজ বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চে কার্যতালিকাভুক্ত করার আদেশ দিয়েছেন আদালত। দুদকের আইনজীবী খুরশীদ আলম খানের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল এ আদেশ দেওয়া হয়। ২০০৮ সালের ৯ জুলাই হাইকোর্টের জারি করা রুলের ওপর শুনানির জন্য দুদক এ আবেদন করে। কানাডীয় কম্পানি নাইকোর সঙ্গে তেল-গ্যাস অনুসন্ধান চুক্তির মাধ্যমে আসামিরা রাষ্ট্রের ১০ হাজার কোটি টাকা ক্ষতি করার অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। এ মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার করা কোয়াশমেন্ট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ৯ জুলাই খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে রুল জারি করেন। এ রুলের ওপর শুনানির জন্য দুদক আবেদন করে।

গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন নিয়ে শুনানি আজ : খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের জন্য দাখিল করা আবেদনের ওপর শুনানির জন্য আজ দিন ধার্য করা হয়েছে। আজ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য নির্ধারিত দিন ধার্য থাকায় ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার গতকাল দুপুর পৌনে ৩টায় এ আদেশ দেন।

বিচারক বলেন, 'সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এ মামলা পরিচালনার জন্য বকশীবাজারে স্থাপিত অস্থায়ী আদালতকে নির্ধারণ করে দিয়েছেন, এ মামলার কোনো বিষয়েই ওই স্থানের বাইরে তিনি শুনতে কিংবা সিদ্ধান্ত দিতে পারবেন না। এ বিষয়ে আগামী ধার্য তারিখে (বুধবার) ওই স্থানে (বকশীবাজারে স্থাপিত অস্থায়ী আদালত) এ বিষয়ে শুনানি গ্রহণ করা হবে।'

এর আগে এ আদালতে সকাল সাড়ে ১১টায় খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এ আবেদন করেন। দুপুরে এ আবেদনের শুনানি হয়।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন, আগে ৪ তারিখ পার হোক : খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা এখনো পুলিশ হাতে পায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল দুপুর সোয়া ২টার দিকে প্রতিমন্ত্রী নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, 'খালেদা জিয়া দুইবারের প্রধানমন্ত্রী। তাঁকে যথাযথ সম্মান দেখানো হচ্ছে। তাঁর বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা এখনো পুলিশের কাছে পৌঁছায়নি। গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার পর তা পালন করা হবে।'

বুধবার আদালতে না গেলে খালেদাকে গ্রেপ্তার করা হবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 'আগে ৪ তারিখ (মার্চের) পার হোক, তারপর দেখা যাবে।' খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে কি না জানতে চাইলে তিনি বলেন, 'পরিস্থিতির অবনতি হবে কেন? জনগণ তো সচেতন। কেন তিনি গ্রেপ্তার হতে পারেন তা তো জনগণ জানে।' দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, 'বিএনপি যে ক্রাইসিস তৈরি করতে চাইছিল তেমন কিছু এখনো তৈরি হয়নি।'

হানিফ বললেন, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার : আমাদের চাঁদপুর প্রতিনিধি জানান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ আইনি প্রক্রিয়া শেষ করেই খালেদা জিয়াকে গ্রেপ্তার করবে। রাজধানী থেকে লক্ষ্মীপুর যাওয়ার পথে গতকাল দুপুরে চাঁদপুরের বাগাদী চৌরাস্তা এলাকায় এক পথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ জাতীয় আরও খবর

‘কনভিকশন ওয়ারেন্ট’ যাবে ইন্টারপোলে

কারাগারে ডিভিশন-১ এর সুবিধা পাবেন না রাজসাক্ষী মামুন

রাতভর ডিবি হেফাজতে কী ঘটেছিল, জানালেন সাংবাদিক সোহেল

‘ম্যাচটি যদি আপনার সঙ্গে খেলতে পারতাম’

সৌদি যুবরাজের কোনো দোষ নেই

ট্রাম্পের নৈশভোজে ইলন মাস্ক ও রোনালদো

নির্বাচন শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন

‘এই জয় প্রতিটি বাংলাদেশিকে গর্বিত করেছে’

সুষ্ঠু নির্বাচন আয়োজনে দলগুলোও জাতির কাছে ওয়াদাবদ্ধ: সিইসি

সাংবাদিক মিজানুর ইস্যুতে আমার কোনো সংশ্লিষ্টতা নেই: ফয়েজ আহমদ তৈয়্যব

বিজয় দিবসে এবারও প্যারেড হচ্ছে না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ইসির চূড়ান্ত নিবন্ধন পেল এনসিপি