বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুজনের ক্যাসিনো-কাণ্ডে বিব্রত বোর্ড সদস্যরাও

11016762_879490078740465_2112876738_nক্রীড়া ডেস্ক : খালেদ মাহমুদ সুজনের গভীর রাতে ক্যাসিনো যাওয়া নিয়ে যে বিতর্ক ও সমালোচনা তৈরী হয়েছে, তাতে বিব্রত খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কয়েক জন পরিচালক। নাম প্রকাশ না করার শর্তে অস্ট্রেলিয়া থেকে একাধিক পরিচালক এক প্রসঙ্গে নিজেদের বিরক্তি ও বিব্রতকর অভিজ্ঞতা প্রকাশ করেছেন।

অস্ট্রেলিয়ায় অবস্থানরত এক পরিচালক বলছিলেন, ‘বোর্ড পরিচালকরাও কেউ গভীর রাতে এভাবে ক্যাসিনোতে গেলে সমালোচনা হতে পারে। সেখানে সে দলের ম্যানেজার। অন্যরা নিয়ম মানছে কি না তার দেখার কথা। সে নিজেই এমন করলে এটা লজ্জার ব্যাপার।’

আরেক বোর্ড পরিচালক বেশ ক্ষু্ব্ধ হয়েই বললেন, ‘সে তো দলের একজন সদস্য। আইসিসি দলের জন্য যে আইন ঠিক করেছে, সেটা তো তাকেও মানতে হবে। সে কোনো জবাবদিহির বাইরে তো নয়। এটা খুব বিব্রতকর একটা ব্যাপার।’

উল্লেখ্য জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের অস্ট্রেলিয়ার একটি ‌ক্যাসিনোতে বেড়াতে যাওয়া নিয়ে বিতর্ক তৈরী হয়েছে। লন্ডন ভিত্তিক একটি অনলাইন সংবাদ মাধ্যম ছবিসহ এই সম্পর্কিত সংবাদ প্রকাশ করেছে। তারা দাবী করেছেন, খালেদ মাহমুদ সুজন নিয়ম ভঙ্গ করে ক্যাসিনোতে জুয়া খেলতে গিয়েছেন। এবং ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলার খবর দলের অনেক খেলোয়াড়রাই জানেন। কিন্তু এ নিয়ে কেউই কোন কথা বলতে চান না।

পরে সুজন ক্যাসিনোতে যাওয়ার কথা স্বীকার করলেও বলেছেন, তিনি রাতের খাবার খেতে গিয়েছিলেন ওখানে।

এ জাতীয় আরও খবর

হুমকি দিয়েই পোস্ট সরিয়ে নিলেন তিশা, কী লেখা ছিল তাতে?

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বিকেলে

ঘরে-বাইরে কোথাও সম্মান পান না প্রবাসীরা

দেশের ফেরার আগে মোস্তাফিজের চমক

মৃত্যু সনদ জাল করার অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা

বিরক্ত হয়েই শাকিবের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে : অপু বিশ্বাস

তিউনিসিয়া উপকূলে নিহত ৮ বাংলাদেশির লাশ আজ দেশে পৌঁছাবে

রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

আদালতে লিফট আতঙ্ক, ভোগান্তিতে আইনজীবী-বিচারপ্রার্থীরা

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া

অবশেষে নামলো বৃষ্টি, দাবদাহে পুড়তে থাকা মানুষের স্বস্তির নিশ্বাস

হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫