রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধান শিক্ষিকাকে চিঠি পাঠিয়ে স্কুল বন্ধ রাখার হুমকি (ভিডিও)

chitiঅপরাধ ডেস্ক : রাজশাহীর একটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে স্কুল বন্ধ রাখার হুমকি দিয়ে ডাকযোগে একটি চিঠি পাঠানো হয়েছে।

গত শুক্রবার নগরীর সরকারি লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বরাবর ডাকযোগে আসা লাল রংয়ের চিঠিতে এই হুমকি দেয়া হয়। এদিকে এ ঘটনার পর অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনার পরিপ্রেক্ষিতে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

রাজশাহীর লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষিকা আইরিন জাফর বলেন, ‘চিঠিতে বলেছে, আপনারা হরতালে ক্লাস চালিয়ে সরকারের চাটুকারিতা করছেন। এ অবস্থায় ক্লাস চালিয়ে গেলে আপনার স্কুলে পেট্রোল বোমার চেয়েও শক্তিশালী বোমা এসে পড়তে পারে।’

এ ঘটনাটি প্রকাশ পাওয়ার পর থেকে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আতঙ্কের মধ্যে রয়েছেন।

এ ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। বর্তমানে স্কুলটিতে শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১শ’।

এর আগে রাজশাহীর মার্কেটের দোকানদারদের একইভাবে চিঠি দিয়ে হুমকি দেয়া হয়েছিলো।