বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

যেসব কারণে আপনি কফি সহ্য করতে পারেন না

coffeeলাইফস্টাইল ডেস্ক : চোখের পাতা না ফেলে দিব্যি মগের পর মগ কফি পান করে যেতে পারেন অনেকে। আবার কেউ কেউ কফি সহ্য করতে পারেন না মোটেই। মাত্র এক কাপ কফি পানের পরেই তাদের অস্থির লাগতে থাকে। এমনটা কেন হয়ে থাকে?

যারা কফি পানে অভ্যস্ত তারা যতই কফি পান করুন না কেন, তাদের ঘুমে তেমন কোনো সমস্যা হতে দেখা যায় না। কিন্তু যারা অভ্যস্ত নন তাদের জন্য একটু কফি পানেই রাতের ঘুম হারাম হয়ে যায়। সমস্যাটা কি তবে কফিতে? না, কফি ক্ষতিকর কিছু নয়। দিনে ৪০০ মিলিগ্রাম ক্যাফেইন বা চার কাপ পর্যন্ত কফি গ্রহণ করাটা নিরাপদ। এর বেশ কিছু স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। কিন্ত সবাই কফি সহ্য করতে পারেন না। এর পেছনে থাকতে পারে বেশ কিছু কারণ।

) আপনি নিয়মিত কফি পান করেন না
যারা নিয়মিত কফি পান করেন, তাদের ওপর কফির প্রভাব তেমন দেখা যায় না। কিন্তু আপনি যদি নিয়মিত কফি পান না করেন, মাঝে মাঝে শখ করে কফি পান করে থাকেন তবে আপনার অনভ্যস্ত শরীরে অবশ্যই কফির প্রতিক্রিয়া দেখা যাবে।

২) বংশগতভাবেই আপনার কফি সহ্য করার ক্ষমতা কম
কফি পান করলে আমাদের শরীর ও মন যেভাবে চাঙ্গা হয়ে ওঠে, সে প্রক্রিয়াটির সাথে মস্তিষ্কের অ্যাডিনোসিন রিসেপ্টরের সংযোগ আছে। কফি পানের ফলে ডোপামিনের মতো প্রাকৃতিক উদ্দীপকগুলো স্বাধীনভাবে শরীরে ছড়িয়ে যেতে পারে এবং আমাদের শারীরিক ও মানসিক উদ্দীপনা দিয়ে থাকে। একেক মানুষের মস্তিষ্কে ক্যাফেইনের এই প্রভাব বিভিন্ন মাত্রায় দেখা যায় এবং এ ব্যাপারটি তাদের বংশগতির সাথে জড়িত।

৩) আপনি বিশেষ কোনো ওষুধ খাচ্ছেন নিয়মিত
কিছু কিছু অ্যান্টিবায়োটিক, অ্যাজমার ওষুধ, একিনাশিয়া জাতীয় ওষুধ কফি পানের পার্শ্বপ্রতিক্রিয়াগুলোকে বাড়িয়ে দেয়। ফলে কফি পানের পর বেশি মাত্রায় প্রতিক্রিয়া দেখায় আমাদের শরীর।

৪) আপনার অ্যাংজাইটি ডিজঅর্ডার আছে
আপনার যদি অ্যাংজাইটি ডিজঅর্ডার থেকেই থাকে, তবে ক্যাফেইন গ্রহণের ফলে আপনার রোগের উপসর্গ প্রশমিত হবার পরিবর্তে আরও বেড়ে যেতে পারে। দেখা দিতে পারে প্যানিক অ্যাটাক এবং অনিদ্রা।

৫) আপনার শরীরের মেটাবলিজম ধীর
মেটাবলিজম অর্থাৎ শরীরে ক্যাফেইন হজম হয়ে যাবার প্রক্রিয়াটি লিভারের একটি এনজাইমের ওপর নির্ভরশীল। একেক জনের মেটাবলিজমের গতি একেক রকম হয়। আপনার মেটাবলিজম ধীর হলে অনেক বেশি সময় ক্যাফেইন আপনার শরীরে থেকে যাবে এবং তার প্রতিক্রিয়া বজায় থাকবে।

৬) আপনি একজন পুরুষ
অদ্ভুত হলেও সত্যি, একই পরিমাণ কফি পানের পর নারীর চাইতে পুরুষের শরীরে এর প্রভাব বেশি প্রকট হয়ে থাকে।

৭) আপনি জন্মনিয়ন্ত্রণ পিল গ্রহণ করছেন
যেসব নারী জন্মনিয়ন্ত্রণ পিল গ্রহণ করছেন, তাদের মেটাবলিজম ধীর হয়ে যায় ফলে তারা ক্যাফেইনের প্রভাব কম সহ্য করতে পারেন।

এ জাতীয় আরও খবর

পশ্চিমারা অবাধ নির্বাচনের পক্ষেই আছে : মির্জা ফখরুল

অন্তঃসত্ত্বা অবস্থায় কান উৎসবে ভাবনার সঙ্গে প্রিয়তি

ক্ষুব্ধ ফারিয়া বললেন, ‘ডাইনিগুলা তোরা জাহান্নামে যা’

দুর্নীতির মামলায় জামিন পেলেন ইমরান খান

আস্থার সংকট : কমছে আমানত, বেড়েছে ঋণ

ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু, শনাক্ত ২১

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

দুবাইয়ে গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশি

কুড়িল বিশ্বরোডে পোশাক শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট

এ মাসেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড

বিশ্বকাপের ফটোসেশন সারল শান্ত-সাকিবরা

ঈদুল আজহার আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার সিদ্ধান্ত