বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাসিরনগর জেঠাগ্রাম হাফিজিয়া নূরানিয়া মাদ্রাসার ৩০ বছর বর্ষপূতি উপলক্ষে ৩দিনের সম্মেলন শুরু

B Baria Mapস্টাফ রিপোর্টার নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার জেঠাগ্রাম হাফিজিয়া নূরানিয়া মাদ্রাসার ৩০ বছর  বর্ষপূর্তি উপলক্ষে তিনদিন ব্যাপী দস্তারবন্দী মহাসম্মেলন বৃহষ্পতিবার দুপুরে মাদ্রাসা ময়দানে শুরু হচ্ছে। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সম্মেলনে খ্যাতনামা আলেমগণ বয়ান করবেন। ২৬ ফেব্রয়ারী বাদ জোহর নামাজের পর থেকে প্রতিদিন বাদ জোহর নামাজের পর থেকে বয়ান শুরু হবে রাত ১২.৩০ মিনিট পর্যন্ত বয়ান চলবে। শান্তির ধর্ম ইসলামের বাণী ছড়িয়ে দিতে আলেমগণ বয়ান করবেন। শেষ দিনে আখেরী মোনাজাতে দেশ ও বিশ্বের শান্তির জন্য দোয়া হবে। সম্মেলন সফল করতে দেশের শীর্ষ স্থানীয় ৩জন আলেমকে নিয়ে সভাপতি মন্ডলী গঠন করা হয়েছে। তারা হলেন জামিয়া ইসলামিয় ইউনুছিয়ার প্রিন্সিপাল মুফতি মোবারক উল্লাহ,চুনারুঘাট কালিশিরীর হযরত মাওলানা শেখ আবদুল মজিদ ও কাউতলি জামে মসজিদের খতিব হযরত মাওলানা নিয়াজুল করিম। এদিকে সম্মেলনকে কেন্দ্র করে  জেঠাগ্রামে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।