বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে রংপুরে র‌্যালী ও রক্তদান কর্মসূচী

news-image

রংপুর ব্যুরো : কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে রংপুরে র‌্যালী ও রক্তদান কর্মসূচী পালিত হয়েছে। আজ সকালে নগরীর ধাপ পুলিশ ফাঁড়িতে রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের বানিজ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা টিপু মুনসি এমপি। এরপর সকাল ১১ টায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‌্যালীর উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল আলীম মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহিদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (অপরাধ)

কাজী মুত্তাকী ইবনু মিনান,রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম-সেবা, শামীমা পারভীন (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ্ আল ফারুক, রংপুর মেট্রোপলিন সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) ফরহাদ ইমরুল কায়েস রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি) আলতাফ হোসেন মানবতার বন্ধনে সংগঠনের সভাপতি সহকারী পুলিশ কমিশনার জমির উদ্দিন, নাদিয়া জুঁই, সহকারী পুলিশ কমিশনার (প্যাট্রোল), সহকারী পুলিশ কমিশনার হেডকোয়ার্টার এন্ড মিডিয়া রেজানুর বেগম

রংপুর মেট্রোপলিটন কমিটির সাধারন সম্পাদক সুশান্ত ভৌমিক কোতোয়ালি থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব আবদুল কাদের দিদার, কোতোয়ালি থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আবদুর রশীদ মহানগর কমিউনিটিং পুলিশিং সদস্য এস এম রেজাউল করিম রংপুর মহানগর জাতীয় পার্টিও সাধারণ সম্পাদক এস এম ইয়াসির রংপুর চেম্বারের পার্থবোষ, কমিউনিটি পুলিশিং রংপুরের ইদ্রিস আলী, তানবীর হোসেন আশরাফীসহ অন্যান্য নেতৃবৃন্দ ও পুলিশের উর্ধ্বতস কর্মকর্তা। র‌্যালীটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয় গিয়ে শেষ হয়।

এ জাতীয় আরও খবর

সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা

দাবদাহে তিস্তাপাড়ে সেচের আশীর্বাদ হিমালয়ের বরফগলা পানি

বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার

যেসব অভিযোগে মামলা হবে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ: হারুন

বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিন; শিল্প মালিকদের প্রধানমন্ত্রী

সব মানুষ বলছে সরকার অধিকার হরণ করছে: ফখরুল

বিএনপি কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ: ওবায়দুল কাদের

হাসপাতালে খালেদা জিয়া

কাল থেকে কমতে পারে তাপমাত্রা, শুরু হবে বৃষ্টি

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার