বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২১ ফেব্রুয়ারি গুগল ডুডলের প্রতিশ্রুতি ভঙ্গ!

21_Feb_Google_1ডেস্ক রির্পোট : আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সারাবিশ্বে বিশেষভাবে পালনের ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত তা রক্ষা করেনি গুগল। এমনকি গুগলের আন্তর্জাতিক বা বাংলাদেশের লোকাল ডোমেইনের কোনটাতেই এ লক্ষ্যে কোন ডুডল প্রকাশ করেনি। যদিও বলা হয়েছিল ডুডলের সাথে এবার থেকে গুগল ট্রান্সলেটরেও বাংলাদেশের এই দিবসকে বিশ্ববাসীর নিকট তুলে ধরবে। তবে শুধু গুগল ট্রান্সলেটরের নিচে ছোট একটি আইকন দিয়েও সব দায়িত্ব শেষ করেছি প্রতিষ্ঠানটি।

গত ৯ ফেব্রুয়ারি ডিজিটাল ওয়ার্ল্ড – ২০১৫ এর ‘গুগল ইন বাংলাদেশ: হাউ টু কমিউনিটি ইমপ্রোভস দ্য ওয়েব এক্সপেরিয়েন্স’ শীর্ষক এক সেমিনারে বাংলাদেশে গুগল প্রোজেক্টের ইঞ্জিনিয়ারিং কনসাল্টেন্ট খান মোহাম্মাদ আনোয়ারুস সালাম গুগলের পক্ষে ঘোষনা দিয়ে বলেন, "আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সারাবিশ্বে বিশেষভাবে পালন করবে গুগল। আগে শুধু ডুডলে এটি পালন করা হলেও এবার থেকে গুগল ট্রান্সলেটরেও বাংলাদেশের এই দিবসকে বিশ্ববাসীর নিকট তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে গুগল।"

যদিও ২০১১ সালের ২১ ফেব্রুয়ারি গুগল ডুডলে অল্প সময়ের জন্য উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা আর বাস্তবায়ন করেনি গুগল। অবশেষে ২০১২ সালের ১ ডিসেম্বর থেকে একটি ফেসবুক ইভেন্ট পেজ খুলে প্রচারণা চালানো হয়। ২০১৩ সালে মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের প্রতি সম্মান দেখিয়ে গুগল তাদের ডুডল পরিবর্তন করে। এরপর ২০১৪ সালের ২১ ফেব্রুয়ারিতে ডুডল পরিবর্তন করার জন্য বাংলাদেশ থেকে কয়েক লাখ মেইল পাঠানো হয় গুগলের কাছে। সেবারেও ডুডোল প্রকাশ করেনি গুগল।

তবে এবার ২১ ফেব্রুয়ারিতে গুগল ডুডলসহ আরও কিছু ক্ষেত্রে উদ্যোগ নিয়ে বড় করে বিশ্বজুড়ে ২১ ফেব্রুয়ারি পালনের ঘোষণা দেওয়াতে অনেকেই খুশি হয়েছিলেন। কিন্তু আজ সেই কাংখিত মুহূর্তে ট্রান্সলেশনে সামান্য পরিবর্তন ছাড়া গুগল বাংলাদেশের ব্যাপারে কোন প্রতিশ্রুতিই রক্ষা করেনি।

এ জাতীয় আরও খবর

সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা

দাবদাহে তিস্তাপাড়ে সেচের আশীর্বাদ হিমালয়ের বরফগলা পানি

বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার

যেসব অভিযোগে মামলা হবে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ: হারুন

বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিন; শিল্প মালিকদের প্রধানমন্ত্রী

সব মানুষ বলছে সরকার অধিকার হরণ করছে: ফখরুল

বিএনপি কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ: ওবায়দুল কাদের

হাসপাতালে খালেদা জিয়া

কাল থেকে কমতে পারে তাপমাত্রা, শুরু হবে বৃষ্টি

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার