বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ প্রতিযোগিতা ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রাণের এক উৎসব। প্রতি বছর এ নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দু’পাড়ে ভিড় জমান কয়েক লাখ মানুষ।

তিতাসের বুকভরা ঢেউ আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে রোববার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ঐত্যবাহী এ নৌকাবাইচ প্রতিযোগিতা। বিকেল ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত শিমরাইলকান্দি শ্মশান ঘাট থেকে শুরু হয়ে মেড্ডা এলাকার কালাগাজীর মাজার ঘাট পর্যন্ত অংশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রুপালি ঢেউয়ের উচ্ছল তিতাসের বুকে বাহারি নৌকার এ বাইচ বিনোদনপ্রেমীদের নিয়ে যায় এক অপার্থিব আনন্দলোকে। ছলাৎ ছলাৎ শব্দে সুন্দইরা মাঝির বৈঠা গর্জে ওঠার সঙ্গে সঙ্গে আনন্দে ফেটে পড়েন তিতাস পাড়ের মানুষ। এবারের প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলা থেকে আসা ১২টি নৌকা অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ ছিলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুন, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, সিভিল সার্জন মো. শাহআলম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

প্রতিযোগিতায় প্রথম হয়েছে জেলার সরাইল উপজেলার তাজু মিয়ার নৌকা। আর দ্বিতীয় হয়েছে বিজয়নগর উপজেলার উপজেলার হাফিজুল ইসলামের নৌকা এবং তৃতীয় হয়েছে নবীনগর উপজেলার মোর্শেদুল ইসলামের নৌকা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।