বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হোমনায় সোহাগ ইলেকট্রনিক্স দোকানে নগদ অর্থসহ মালামাল চুরি

আবু রায়হান চৌধুরী  : সোহাগ ইলেকট্রনিক্স নামক একটি দোকানে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ২৮ আগস্ট ২০১৯ বুধবার দিবাগত রাতে দোকানের টিনের চাল কেটে চোর ঘরের ভিতর প্রবেশ করে চুরি করে বলে দোকানের মালিক ও পুলিশ সূত্রে জানা গেছে। দোকানের মালিক আরিফুল ইসলাম সোহাগ জানায়, প্রতি দিনের ন্যায় গতকাল বুধবার অনুমান রাত ১০টায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই আবার পরদিন বৃহস্পতিবার সকাল অনুমান ৭.৩০ ঘটিকায় দোকানের তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখি দোকানের চালের টিন কাটা এবং দোকানের ভিতরের সমস্ত জিনিসপত্র এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দোকানের ভিতরে থাকা নগদ ১লক্ষ ৭ হাজার টাকা, ১০টি এনড্রোয়েড মোবাইল, ১টি (কম্পিউটার) সিপিওসহ সর্বমোট ২ লক্ষ ৫৭ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। আমি থানায় লিখিত অভিযোগ করেছি।

খবর পেয়ে হোমনা সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. ফজলুল করিম ও এসআই অহেদ মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এবিষয়ে জানতে চাইলে হোমনা সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. ফজলুল করিম বলেন- খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে চুরি হওয়া মালামাল উদ্ধারের ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতারের আশ্বাস দিয়ে লিখিত অভিযোগ দায়ের করার জন্য দোকানের মালিককে বলি।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা নিতে এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের ও চোরদের গ্রেফতারের জন্য চেষ্টা চালাতে বলেছি। কিছু দিন যাবৎ হোমনায় চুরির ঘটনা বেড়ে গেছে জানতে চাইলে তিনি বলেন- অফিসারের নেতৃত্বে প্রতি রাতে টহলের ব্যবস্থা জোরদার করেছি এবং তা অব্যাহত থাকবে। ইতিপূর্বে আমরা অভিযান চালিয়ে কিছু চিহ্নিত চোর-ডাকাত গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং এ অভিযান অব্যাহত থাকবে।

এবিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা সৈয়দ মো. ফজলে রাব্বী বলেন,ঘটনা শুনে এসআই অহেদ মুরাদের নেতৃত্বে পুলিশ ফোর্স পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেয়ে অভিযোগ আমলে নিয়েছি। চুরি হওয়া মালামাল উদ্ধারের এবং সংশ্লিষ্ট চোরদের গ্রেফতারের চেষ্টা চলছে ও এই চেষ্টা অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা

দাবদাহে তিস্তাপাড়ে সেচের আশীর্বাদ হিমালয়ের বরফগলা পানি

বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার

যেসব অভিযোগে মামলা হবে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ: হারুন

বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিন; শিল্প মালিকদের প্রধানমন্ত্রী

সব মানুষ বলছে সরকার অধিকার হরণ করছে: ফখরুল

বিএনপি কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ: ওবায়দুল কাদের

হাসপাতালে খালেদা জিয়া

কাল থেকে কমতে পারে তাপমাত্রা, শুরু হবে বৃষ্টি

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার