জুবায়ের হত্যায় ৫ জনের ফাঁসি : ৬ জনের যাবজ্জীবন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের হত্যাকাণ্ডের আলোচিত মামলার রায়ে ৫ জনকে ফাঁসি ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। মামলার ১৩ আসামির মধ্যে বাকি ২ জন বেকসুর খালাস পেয়েছেন। রবিবার জেলা ও দায়রা জজ পদ মর্যাদার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক এ রায় ঘোষণা করেন। এর আগে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এ বি এম নিজামুল হক দুপুর ১২টা ৫০মিনিটে রায় পড়া শুরু করেন। রায় ঘোষণার জন্য কারাগার থেকে আসামিদের মধ্যে সাত জনকে কাঠগড়ায় উঠানো হয়।
রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে আলোচিত এ মামলার রায় ঘোষণার জন্য ৪ ফেব্রুয়ারি দিন ধার্য ছিল। ওইদিন হরতাল-অবরোধ থাকায় আসামিদের কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করতে না পারায় রায় ঘোষণার জন্য ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত। আলোচিত এ মামলায় ৭ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও ২৮ জানুয়ারি আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়।
রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাডভোকেট তাসলিমা ইয়াছমিন দিপা ও আসামিপক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান ও অ্যাডেভোকেট জামান উদ্দিন আহম্মেদ। ২৮ জানুয়ারি জামিনে থাকা সাত আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠান আদালত।
তারা হলেন- মো. নাজমুল হুসেইন প্লাবন, শফিউল আলম সেতু, অভিনন্দন কুণ্ডু অভি, মো. মাহমুদুল হাসান মাসুদ, নাজমুস সাকিব তপু, মাজহারুল ইসলাম ও কামরুজ্জামান সোহাগ। এ মামলার পলাতক ৬ আসামি হলেন- খন্দকার আশিকুল ইসলাম, খান মোহাম্মদ রইস, রাশেদুল ইসলাম রাজু, ইসতিয়াক মেহবুব অরূপ, মাহবুব আকরাম, জাহিদ হাসান। গত বছরের ১০ ডিসেম্বর আত্মপক্ষ সমর্থনের শুনানিতে মামলার ১৩ জন আসামির মধ্যে সাত জন ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে নিজেদের নির্দোষ দাবি করেন। গত বছর ২৭ নভেম্বর মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলায় ৩৭ জন সাক্ষীর মধ্যে মোট ২৭ জনের বিভিন্ন সময় ট্রাইব্যুনালে সাক্ষ্যপ্রদান করেন।
তবে মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী ও নিহত জুবায়েরের প্রেমিকা মুশাররাত মাহেরা নিটল সাক্ষী দেননি। ২০১২ সালের ৮ জানুয়ারি বিকেলে জুবায়ের আহমেদকে প্রতিপক্ষ ছাত্রলীগের নেতাকর্মীরা কুপিয়ে জখম করেন। পরদিন ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জুবায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের ছাত্র ছিলেন। তার বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়ায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে ঘটনার পর দিন আশুলিয়া থানায় ১৩ জনকে আসামি করে একটি মামলা করেন।











