বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৮ কোটি ডলার পেল বন্দি নির্যাতনের কৌশল উদ্ভাবকরা

cia_0আন্তর্জাতিক ডেস্ক :সন্দেহভাজন বন্দিদের নির্যাতনের পৈশাচিক কৌশল উদ্ভাবনের সঙ্গে জড়িত দুই মনস্তাত্ত্বিককে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ আট কোটি ডলার দিয়েছে। এ ছাড়া, আদালতে তাদের বিরুদ্ধে কোনো মামলা হলে তা মোকাবেলার জন্যও ৫০ লাখ ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন সরকার।

মঙ্গলবার বন্দি নির্যাতন বিষয়ক যে সংক্ষিপ্ত প্রতিবেদন মার্কিন সিনেট ইন্টেলিজেন্স কমিটি প্রকাশ করেছে তা থেকে এ তথ্য উঠে এসেছে। এতে দেখা গেছে, সুইগার্ট এবং ডুনবার ছদ্মনামের দুই ঠিকাদার বন্দি নির্যাতন সংক্রান্ত বিষয়ে সিআইএ’কে পরামর্শ দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অবশ্য প্রায় এক দশক আগে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ দুই ব্যক্তিকে চিহ্নিত করা গেছে। পেশায় মনস্তত্ত্ববিদ ওই দুই ব্যক্তির প্রকৃত নাম জেমস এলমার এবং ব্রুস জেসেন। বন্দি নির্যাতনের পৈশাচিক কর্মসূচি তৈরি করেছে এই দুই বিকৃতমনা ব্যক্তি। এমন ন্যক্কারজনক কাজের জন্য তাদেরকে এখনো টাকার যোগান দিচ্ছে মার্কিন সরকার।

সিআইএ’র পক্ষে কাজ করার জন্য মার্কিন করদাতাদের অর্থ থেকে তাদেরকে আট কোটি ডলার দেয়া হয়েছে। এ ছাড়া, বন্দি নির্যাতনে তাদের ভূমিকার বিষয়ে কোনো আইনগত সমস্যা দেখা দিলে সে খরচ মেটানোর জন্য তাদেরকে বাড়তি ৫০ লাখ ডলার দেয়া হবে এবং এ শর্ত ২০২১ সাল পর্যন্ত বলবৎ থাকবে।

এছাড়া, মার্কিন সিনেটের বন্দি নির্যাতন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের কারণে কোনো আইনগত ঝামেলা দেখা দিলে তা সামাল দেয়ার জন্য তাদেরকে এরই মধ্যে ১১ লাখ ডলার দেয়া হয়েছে।

এ দুই মনস্তাত্ত্বিকের পরামর্শে বন্দিদেরকে জিজ্ঞাসাবাদের নামে দেয়াল ঘেঁষে ঘণ্টার পর ঘণ্টা ধরে দাঁড় করিয়ে রাখা, ছোট জায়গায় থাকতে দেয়া, কম ঘুমাতে দেয়া, নাকে মুখে পানি ঢালা বা ওয়াটারবোর্ডিং করা, জোর করে ডায়াপার পরিয়ে রাখা হতো। এ ছাড়া, এ দু'জনের পরামর্শেই বন্দিদের জ্যান্ত কবর দেয়ার ভানও করা হতো বলেও সিনেটের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা

দাবদাহে তিস্তাপাড়ে সেচের আশীর্বাদ হিমালয়ের বরফগলা পানি

বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার

যেসব অভিযোগে মামলা হবে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ: হারুন

বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিন; শিল্প মালিকদের প্রধানমন্ত্রী

সব মানুষ বলছে সরকার অধিকার হরণ করছে: ফখরুল

বিএনপি কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ: ওবায়দুল কাদের

হাসপাতালে খালেদা জিয়া

কাল থেকে কমতে পারে তাপমাত্রা, শুরু হবে বৃষ্টি

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার